Marshal Art: মার্শাল আর্টে সাফল্য পূর্ব বর্ধমানের, বর্তমান প্রজন্মকে ফিট থাকার মন্ত্র দিলেন পদকজয়ী
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
পড়াশোনার পাশাপাশি শিখতে পারেন এই খেলা। এটি একদিকে যেমন আত্মরক্ষার কৌশল তেমনি ফিট থাকার মন্ত্র।ন্যাশনাল সাভেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ বড় সাফল্য বর্ধমানের।
advertisement
advertisement
পূর্ব বর্ধমানের দীপান্বেষ দাস - সিনিয়র পুরুষদের ৭০ কেজি অ্যাসল্টে স্বর্ণ এবং কমব্যাটে রুপো পদক জয় লাভ করেছেন। রণবীর বারিক - যুব পুরুষদের ৭০ কেজি অ্যাসল্টে রৌপ্য এবং কমব্যাটে ব্রোঞ্জ পেয়েছেন। শেখ আশাদ - সিনিয়র পুরুষদের ৮০ কেজি অ্যাসল্টে পেয়েছেন স্বর্ণপদক। ইভান মুন্সি - যুব পুরুষদের ৮৫+ কেজি অ্যাসল্টে পেয়েছেন স্বর্ণপদক।
advertisement
advertisement
দীপান্বেষ দাস জানান,এই প্রতিযোগিতা থেকে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। বর্তমান প্রজন্মকে একটাই বার্তা দিতে চাইব, যে স্টাইকিং মার্সলেআর্ট গুলি আছে সেগুলি আমাদের মাইন্ড খুব সার্প করে এবং আমাদের শারীরিক শক্তি বেশি মানসিক শক্তিকে আরও শক্তিশালী করতে সাহায্য করে। সেক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট হয়।
advertisement