Jagadhatri Puja 2024: জাঞ্জিবার ডোমিনো টাওয়ার, ভ্যাটিকান সিটি থিমের মণ্ডপ! কোথায় হয়েছে বিশ্বের বৃহত্তম প্রতিমা? কৃষ্ণনগরের সেরা ৫ থিম পুজোর তালিকা

Last Updated:
Jagadhatri Puja 2024: কৃষ্ণনগরের জগৎ বিখ্যাত চাষাপাড়া বারোয়ারির বুড়িমা ছাড়াও রয়েছে আরও কিছু বিখ্যাত বারোয়ারি! জানুন সেগুলির এ বছরের থিম...
1/6
*কৃষ্ণনগরের জগৎ বিখ্যাত চাষাপাড়া বারোয়ারির বুড়িমা ছাড়াও রয়েছে আরও কিছু বিখ্যাত বারোয়ারি! জানুন সেগুলির এ বছরের থিম! ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।
*কৃষ্ণনগরের জগৎ বিখ্যাত চাষাপাড়া বারোয়ারির বুড়িমা ছাড়াও রয়েছে আরও কিছু বিখ্যাত বারোয়ারি! জানুন সেগুলির এ বছরের থিম! ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।
advertisement
2/6
*পাত্র বাজার স্বীকৃতি ক্লাব: প্রত্যেক বছরই এই বারোয়ারি নিত্যনতুন থিমের প্যান্ডেল করে থাকে। জাঞ্জিবারের ডোমিনো টাওয়ার তাদের এবারের থিম।
*পাত্র বাজার স্বীকৃতি ক্লাব: প্রত্যেক বছরই এই বারোয়ারি নিত্যনতুন থিমের প্যান্ডেল করে থাকে। জাঞ্জিবারের ডোমিনো টাওয়ার তাদের এবারের থিম।
advertisement
3/6
*আমিনবাজার বারোয়ারি: আমিনবাজার বারোয়ারির এবছর তাদের মণ্ডপ ভাবনায় রেখেছে ভ্যাটিকান সিটি। তারা আশা করছেন এই মণ্ডপ দেখতে উপচে পড়বে দর্শক।
*আমিনবাজার বারোয়ারি: আমিনবাজার বারোয়ারির এবছর তাদের মণ্ডপ ভাবনায় রেখেছে ভ্যাটিকান সিটি। তারা আশা করছেন এই মণ্ডপ দেখতে উপচে পড়বে দর্শক।
advertisement
4/6
*রাধানগর আদি বারোয়ারি: ২০২৪ সালে জগদ্ধাত্রী পুজোয় তারা সিদ্ধান্ত নিয়েছেন অযোধ্যার রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ গড়ার।
*রাধানগর আদি বারোয়ারি: ২০২৪ সালে জগদ্ধাত্রী পুজোয় তারা সিদ্ধান্ত নিয়েছেন অযোধ্যার রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ গড়ার।
advertisement
5/6
*রাধানগর নতুন বারোয়ারি: এবছর তারা তৈরি করতে চলেছেন কলকাতা বাওয়ালি রাজবাড়ির আদলের একটি পুজো মণ্ডপ।
*রাধানগর নতুন বারোয়ারি: এবছর তারা তৈরি করতে চলেছেন কলকাতা বাওয়ালি রাজবাড়ির আদলের একটি পুজো মণ্ডপ।
advertisement
6/6
*ক্লাব প্রতিভা: এবছর তারা ফাইবারের বিশ্বের বৃহত্তম জগদ্ধাত্রী প্রতিমা বানানো সিদ্ধান্ত নিয়েছেন, যা দেখতে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।
*ক্লাব প্রতিভা: এবছর তারা ফাইবারের বিশ্বের বৃহত্তম জগদ্ধাত্রী প্রতিমা বানানো সিদ্ধান্ত নিয়েছেন, যা দেখতে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement