Krishak Train|| নজরে কৃষক স্পেশ্যাল! পুজোর আগেই বাড়ছে ট্রেন, দৃষ্টি আকর্ষণে বিশেষ সাজ কামরায়, দেখুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kisan Special Train Service: পুজোর আগেই বাড়ছে কৃষক স্পেশালের সংখ্যা। সূত্রের খবর হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বাড়ানো হবে কৃষক স্পেশ্যাল ট্রেনে।
*দেখেই চিনে নেওয়া যাবে। ফারাক বোঝাতেই কৃষক স্পেশ্যালকে নতুন রুপে হাজির করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। মোটরম্যান ও গার্ড দুটি কামরাতেই সবুজ রঙে লিখে রাখা হয়েছে কৃষক স্পেশাল ট্রেন। এ ছাড়া স্টেশনে ট্রেন ঢোকা-বেরনোর সময় যাতে সকলের নজরে পড়ে তাই ক্যাবে এলইডি বোর্ডে কৃষক স্পেশ্যাল লেখা থাকছে। ফলে কৃষক স্পেশ্যালে নজর আটকাচ্ছে সকলেরই। প্রতিবেদন: আবীর ঘোষাল।
advertisement
advertisement
advertisement
*লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়ায় ভেন্ডর কামরা ব্যবহারের অনুমতি কোনওভাবেই পাচ্ছিলেন না কাঁচা পণ্যের ব্যবসায়ীরা। ফলে বাজারে বাড়ছিল দুর্ভোগ। তা সামলাতে কৃষক এবং ছোট ব্যবসায়ীদের জন্য নদিয়ার গেদে এবং শান্তিপুর থেকে দু’টি বিশেষ লোকাল ট্রেন, কৃষক স্পেশ্যাল হিসেবে চালাতে শুরু করে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এই দু’টি ট্রেন সকালে এবং বিকেলে চলবে।
advertisement
*করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ জারি হওয়া কঠোর বিধিনিষেধের সময়ে শহরের বিভিন্ন বাজারে, ফুল, ফল, সবজি, ছানার মতো পণ্যের জোগানে নানা সমস্যা দেখা দিয়েছিল। সেই পরিস্থিতি সামলাতে পরের দিকে কৃষক এবং ছোট ব্যবসায়ীরা সড়ক পথে ছোট ট্রাক ব্যবহার করতে শুরু করেন। এর ফলে পরিবহণ খাতে খরচ বেশ কিছুটা বেড়ে যাওয়ায় পাল্লা দিয়ে দাম বাড়ছিল পণ্যেরও।