কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ২ রাতে ৫ কোটি টাকার মদ বিক্রি হল তারাপীঠে!
Bangla Editor
1/ 6
শনি ও রবিবার ছিল কৌশিকী অমাবস্যা ৷ আর সেই উপলক্ষ্যে তারাপীঠে ভক্তদের ভিড় হয়েছিল চোখে পড়ার মতো ৷ লক্ষ লক্ষ দর্শনার্থী এসেছিলেন মায়ের পুজো দিতে ৷ ছবি: News18 Bangla
2/ 6
• তারা মায়ের পুজোয় ভোগের মধ্যে একটা বিশেষ উপাদান থাকে কারণবারি ৷ মায়ের পায়ে নিবেদন করা হয় মদ ৷ তান্ত্রিকরাও মন দিয়ে যজ্ঞ করেন ৷ তাই এই পুজো উপলক্ষ্যে তারাপীঠের মদের দোকানগুলোতেও পড়েছিল লম্বা লাইন ৷ ছবি: News18 Bangla
3/ 6
• যদিও আগে থেকেই বেআইনি মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন ৷ যাতে কোনওভাবেই অবৈধ কারবার না হয় সে কারণে আগে থেকেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷ ছবি: News18 Bangla
4/ 6
তারপরেও কৌশিকী অমাবস্যা উপলক্ষে দু’রাতে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হল তারাপীঠে। শনি ও রবিবার প্রায় পাঁচ কোটি টাকার মদ বিক্রি হয়েছে শক্তিপীঠে। ছবি: News18 Bangla
5/ 6
• অবৈধ মদ ব্যবসা ঠেকাতে এবার প্রথম থেকেই কড়া ছিল প্রশাসন। সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকান ছাড়া মদ বিক্রি নিষিদ্ধ করেছিল বীরভূম জেলা আবগারি দফতর। দফতরের হিসেব বলছে, গতবারের তুলনায় এবার ছ'গুণ বেশি মদ বিক্রি হয়েছে।
6/ 6
• অনেকে মনে করছেন, পাশের রাজ্য বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। তাই সেখানকার মানুষ তারাপীঠে পুজো দিতে এসে রথ দেখা ও কলা বেচা এক সঙ্গেই করেছেন।
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ২ রাতে ৫ কোটি টাকার মদ বিক্রি হল তারাপীঠে!
শনি ও রবিবার ছিল কৌশিকী অমাবস্যা ৷ আর সেই উপলক্ষ্যে তারাপীঠে ভক্তদের ভিড় হয়েছিল চোখে পড়ার মতো ৷ লক্ষ লক্ষ দর্শনার্থী এসেছিলেন মায়ের পুজো দিতে ৷ ছবি: News18 Bangla
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ২ রাতে ৫ কোটি টাকার মদ বিক্রি হল তারাপীঠে!
• তারা মায়ের পুজোয় ভোগের মধ্যে একটা বিশেষ উপাদান থাকে কারণবারি ৷ মায়ের পায়ে নিবেদন করা হয় মদ ৷ তান্ত্রিকরাও মন দিয়ে যজ্ঞ করেন ৷ তাই এই পুজো উপলক্ষ্যে তারাপীঠের মদের দোকানগুলোতেও পড়েছিল লম্বা লাইন ৷ ছবি: News18 Bangla
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ২ রাতে ৫ কোটি টাকার মদ বিক্রি হল তারাপীঠে!
• যদিও আগে থেকেই বেআইনি মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন ৷ যাতে কোনওভাবেই অবৈধ কারবার না হয় সে কারণে আগে থেকেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷ ছবি: News18 Bangla
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ২ রাতে ৫ কোটি টাকার মদ বিক্রি হল তারাপীঠে!
তারপরেও কৌশিকী অমাবস্যা উপলক্ষে দু’রাতে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হল তারাপীঠে। শনি ও রবিবার প্রায় পাঁচ কোটি টাকার মদ বিক্রি হয়েছে শক্তিপীঠে। ছবি: News18 Bangla
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ২ রাতে ৫ কোটি টাকার মদ বিক্রি হল তারাপীঠে!
• অবৈধ মদ ব্যবসা ঠেকাতে এবার প্রথম থেকেই কড়া ছিল প্রশাসন। সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকান ছাড়া মদ বিক্রি নিষিদ্ধ করেছিল বীরভূম জেলা আবগারি দফতর। দফতরের হিসেব বলছে, গতবারের তুলনায় এবার ছ'গুণ বেশি মদ বিক্রি হয়েছে।