Kanti Ganguli in Bengal Election : সম্পত্তির পরিমাণ কত? হলফনামা কী বলছে? তৃতীয় দফায় নজরে বামেদের 'বুড়ো ঘোড়া' কান্তি গঙ্গোপাধ্যায়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
গত ১৭ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন কান্তি গাঙ্গুলি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন নিজের মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব।
advertisement
গত ১৭ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন কান্তি গাঙ্গুলি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন নিজের মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর কাছে নগদের পরিমাণ ছিল ৩,৫৫০ টাকা। ২০১৯-২০২০ সালে তাঁর আয় ছিল ১ লক্ষ ১০ হাজার ১০০ টাকা। চারটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কান্তি গাঙ্গুলির। ওই চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর জমা রয়েছে মোট ১২ লক্ষ ৯৫ হাজার ৬৮৯ টাকা।
advertisement
স্থাবর সম্পত্তি বলতে রয়েছে নিজস্ব একটি বাড়ি। বাড়ির বর্তমান মূল্য ১৭ লক্ষ ৮৫ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, তাঁর কোনও গাড়ি নেই। সব মিলিয়ে কান্তি গঙ্গোপাধ্যায়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লক্ষ ৮০ হাজার ৬৮৯ টাকা। ঋণের বোঝাও রয়েছে আটাত্তরের বৃদ্ধের মাথার ওপর। তাঁর মোট ঋণ রয়েছে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার।
advertisement
২০১১ সালে তৃণমূলের তারকা প্রার্থী দেবশ্রী রায়ের কাছে হারতে হয় প্রায় সাড়ে ৫ হাজার ভোটে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডির লড়াই শেষে মাত্র ১ হাজার ২২৯টি ভোটে হারতে হয় তাঁকে। তবে এ বারের ভোটে তাঁকে নিয়ে অনেকটা আশাবাদী সংযুক্ত মোর্চা ও আলিমুদ্দিন। ভোটে জেতার বিষয়ে প্রত্যয়ী রায়দিঘির মানুষের বিপদে দল, রং না দেখে ঝাঁপিয়ে পড়া কান্তি বুড়ো।
advertisement
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কান্তি গঙ্গোপাধ্যায়ের। বাম আমলে ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী। সামলেছেন ক্রীড়া ও যুব কল্যাণ দফতরও। এ বার তাঁর লড়াই তৃণমূলের প্রার্থী অলোক জলদাতা এবং বিজেপির প্রার্থী শান্তনু বাপুলির বিরুদ্ধে। তবে দলীয় আস্তা, স্থানীয় জনসমর্থন, অভিজ্ঞতা, কাজের খতিয়ান, সব দিক থেকেই এবারের সবচেয়ে চর্চিত সিপিএম প্রার্থী রায়দিঘির কান্তি ভূষণ গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত বুড়ো হাড়ে ভেলকি দেখতে পারবেন কি তিনি? উত্তর দেবে ব্যালট বক্স।