Kali Puja In Kartik Amavasya 2025: ২০২তম বর্ষে কার্তিক অমাবস্যায় খড়িয়প কালীপুজোয়, মহা জাগ্রত মায়ের আশীর্বাদ

Last Updated:
Kali Puja In Kartik Amavasya 2025: কার্তিকের অমাবস্যায় হয় আরাধনা! আমতা খড়িয়প জাগ্রত শ্মশানকালী মায়ের পুজো এবার ২০২ তম বর্ষে !
1/5
আমতার ঐতিহ্য ২০২ বছর প্রাচীন খড়িয়প কালী মায়ের পুজো! এখানে প্রতিবছর জেলা ও জেলার বাইরে থেকে অসংখ্য মানুষ ভিড় জমায়। এই কালী মায়ের মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে বহুদূর, অন্যান্য বছরের মত এ বছরও পুজোর আগের দিন থেকেই ভক্তসমাগম মায়ের মন্দির প্রাঙ্গণে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
আমতার ঐতিহ্য ২০২ বছর প্রাচীন খড়িয়প কালী মায়ের পুজো! এখানে প্রতিবছর জেলা ও জেলার বাইরে থেকে অসংখ্য মানুষ ভিড় জমায়। এই কালী মায়ের মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে বহুদূর, অন্যান্য বছরের মত এ বছরও পুজোর আগের দিন থেকেই ভক্তসমাগম মায়ের মন্দির প্রাঙ্গণে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
অঘ্রাণ মাসের অমাবস্যায় প্রতিবছর জাঁকজমক করে পুজোর আয়োজন হয় আমতা খড়িয়প শ্মশান কালী মায়ের মন্দিরে। খড়িয়প কালী মায়ের পুজোর সূচনা হয়েছিল প্রায় দু'শো বছর আগে গোটা গ্রামকে মহামারী থেকে রক্ষা করতে। গ্রামের রক্ষাকারী মা কালী।
অঘ্রাণ মাসের অমাবস্যায় প্রতিবছর জাঁকজমক করে পুজোর আয়োজন হয় আমতা খড়িয়প শ্মশান কালী মায়ের মন্দিরে। খড়িয়প কালী মায়ের পুজোর সূচনা হয়েছিল প্রায় দু'শো বছর আগে গোটা গ্রামকে মহামারী থেকে রক্ষা করতে। গ্রামের রক্ষাকারী মা কালী।
advertisement
3/5
গ্রামের মানুষের কাছে অন্যতম প্রধান উৎসব খড়িয়প শ্মশান কালী মায়ের পুজো। কয়েকদিন আগে থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়। আগের দিন থেকে মন্দির প্রাঙ্গন সাজিয়ে তোলা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরেও গ্রামের মানুষ হাত লাগিয়েছেন, দু'শো বছর প্রাচীন খড়িয়প কালি মায়ের মন্দির সাজাতে।
গ্রামের মানুষের কাছে অন্যতম প্রধান উৎসব খড়িয়প শ্মশান কালী মায়ের পুজো। কয়েকদিন আগে থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়। আগের দিন থেকে মন্দির প্রাঙ্গন সাজিয়ে তোলা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরেও গ্রামের মানুষ হাত লাগিয়েছেন, দু'শো বছর প্রাচীন খড়িয়প কালি মায়ের মন্দির সাজাতে।
advertisement
4/5
আমতা সহ পার্শ্ববর্তী গ্রামের অসংখ্য মানুষ আরাধনায় মেতে ওঠে। স্থানীয় মানুষের কথায় জাগ্রত মা, ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। তাই দূরদূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে এখানে। বুধবার সকাল থেকেই হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয়েছেন খড়িয়প কালী মায়ের মন্দির প্রাঙ্গণে।
আমতা সহ পার্শ্ববর্তী গ্রামের অসংখ্য মানুষ আরাধনায় মেতে ওঠে। স্থানীয় মানুষের কথায় জাগ্রত মা, ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। তাই দূরদূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে এখানে। বুধবার সকাল থেকেই হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয়েছেন খড়িয়প কালী মায়ের মন্দির প্রাঙ্গণে।
advertisement
5/5
 খড়িয়প গ্রামে শ্মশান কালী পুজো। সকাল থেকেই ভক্তরা দন্ডি কেটে পুজো দিচ্ছেন। আমতা থানার খড়িয়প শ্মশান কালী পুজো এ বছর ২০২ তম বর্ষ উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর অগ্রহায়ণ মাসের অমবস্যার দিন এখানে মা কালীর পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে লাখো ভক্তের সমাগমে ঘটে। ভক্তি ভরে ভক্তি আরাধনার পাশাপাশি পুজো উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এবং মেলা বসে। ছবি ও তথ্য: রাকেশ মাইতি
খড়িয়প গ্রামে শ্মশান কালী পুজো। সকাল থেকেই ভক্তরা দন্ডি কেটে পুজো দিচ্ছেন। আমতা থানার খড়িয়প শ্মশান কালী পুজো এ বছর ২০২ তম বর্ষ উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর অগ্রহায়ণ মাসের অমবস্যার দিন এখানে মা কালীর পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে লাখো ভক্তের সমাগমে ঘটে। ভক্তি ভরে ভক্তি আরাধনার পাশাপাশি পুজো উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এবং মেলা বসে। ছবি ও তথ্য: রাকেশ মাইতি
advertisement
advertisement
advertisement