Kali Puja 2025: মাটির নয়, লাখ লাখ টাকা খরচ করে পেতলের কালী প্রতিমা বানাচ্ছেন পুজো উদ্যোক্তারা, কারণটা কী?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
Kali Puja 2025: মাটির নয়, মহিষাদলের শিল্পী পাড়ায় তৈরি হচ্ছে একের পর এক পেতলের কালী প্রতিমা।
advertisement
সামনেই কালী পুজো। তাই মহিষাদলের রানা পাড়ায় পেতলের কালী মূর্তি গড়ার কাজ ঘিরে চরম ব্যস্ত শিল্পীরা।
advertisement
প্রতি বছর মাটির প্রতিমা না করে আজকাল অনেক পুজো উদ্যোক্তারাই চাইছেন পেতলের স্থায়ী প্রতিমা তৈরি করতে।
advertisement
১০০ থেকে ৩০০ কেজি ওজনের নানা ধরনের পেতলের প্রতিমা। লাখ লাখ টাকা খরচ করে এইসব প্রতিমা তৈরি করতে চাইছেন পুজো উদ্যোক্তারা।
advertisement
সেজন্য মহিষাদলের পেতল শিল্পীদের এখন ব্যস্ততা চরমে। এবার প্রায় ২৭টি প্রতিমা তৈরীর অর্ডার পেয়েছেন তাঁরা।
advertisement