IMD Bengal Weather Update: আগামী ২৪ ঘণ্টা...! দক্ষিণবঙ্গের ৬ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, বজ্রপাত! কী হবে কলকাতায়?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD Bengal Weather Update: চড়চড়িয়ে বাড়ছে গরম। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাপমাত্রার কোনও হেরফের নেই। ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবাসী। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা গেছে।প্রখর রোদের তেজে পুড়ছে গোটা বাংলা।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরমের দাপ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি উপরে চলে যেতে পারে এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে। আপাতত ঝড় বৃষ্টির কোনওসম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষের দিকে তাপমাত্রা নিম্নমুখী হবার সম্ভাবনা।
advertisement
উত্তরবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও কম বেশি বৃষ্টি চলছে। আপাতত সম্ভাবনা হালকা ঝড়-বৃষ্টির। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকা দার্জিলিং ও কালিংপং এ। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
advertisement
অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে চলতি সপ্তাহেই। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং পুরুলিয়া জেলাগুলিতে। সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।