অতিভারী বৃষ্টি হয়নি, তবুও হু-হু করে বইছে জল! বাঁকুড়া আর পুরুলিয়া ডুবিয়ে দিল 'এই' জেলাকে

Last Updated:
জলস্তর বৃদ্ধি পেয়েছে ডুলুং, তারাফেনি ও ভৈরববাকি নদীর। কজওয়েগুলির উপর যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
1/6
ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: ফের জলের তলায় ঝাড়গ্রাম, ঝাড়গ্রামে বৃষ্টি না হলেও বাঁকুড়া ও পুরুলিয়ার বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে তারাফেনী ও ভৈরববাঁকী নদীর। ঝাড়গ্রামের একাধিক কজওয়ে জলের তলায়। সকাল থেকেই তারাফেনী ও ভৈরববাঁকী নদীর জলস্তর বাড়ায় ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
<strong>ঝাড়গ্রাম, তন্ময় নন্দী:</strong> ফের জলের তলায় ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে বৃষ্টি না হলেও, বাঁকুড়া ও পুরুলিয়ার বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে তারাফেনী ও ভৈরববাঁকী নদীর। ঝাড়গ্রামের একাধিক কজওয়ে জলের তলায়। সকাল থেকেই তারাফেনী ও ভৈরববাঁকী নদীর জলস্তর বাড়ায় ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
advertisement
2/6
তারাফেনী নদীর উপর বিনপুর দুই নম্বর ব্লকের এঁটেলায় ঝাড়গ্রাম-বাঁকুড়া নয় নম্বর রাজ্য সড়কের কালভার্টের উপর জল ফলে সম্পূর্ণভাবে ঝাড়গ্রাম-বাঁকুড়া যোগাযোগ বিচ্ছিন্ন।(ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
তারাফেনী নদীর উপর বিনপুর দুই নম্বর ব্লকের এঁটেলায় ঝাড়গ্রাম-বাঁকুড়া নয় নম্বর রাজ্য সড়কের কালভার্টের ওপর জল। ফলে সম্পূর্ণভাবে ঝাড়গ্রাম-বাঁকুড়া যোগাযোগ বিচ্ছিন্ন।(ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
3/6
অতিরিক্ত বৃষ্টির ফলে বিনপুর এক নম্বর ব্লকের নিশ্চিন্তপুরে ভৈরববাঁকী নদীর জল বাড়ায় নিশ্চিন্তপুর কজওয়ের উপর বইছে জল। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
অতিরিক্ত বৃষ্টির ফলে বিনপুর এক নম্বর ব্লকের নিশ্চিন্তপুরে ভৈরববাঁকী নদীর জল বাড়ায় নিশ্চিন্তপুর কজওয়ের উপর বইছে জল। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
4/6
সকাল থেকেই বিনপুর দুই নম্বর ব্লকে তারাফেনী নদীর উপর ঢোলভাঙ্গা কজওয়ের উপর ওঠে পড়ে জল ফলে সম্পূর্ণভাবে ঝাড়গ্রাম-বাঁকুড়া যোগাযোগ বিচ্ছিন্ন। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
সকাল থেকেই বিনপুর দুই নম্বর ব্লকে তারাফেনী নদীর উপর ঢোলভাঙ্গা কজওয়ের উপর ওঠে পড়ে জল ফলে সম্পূর্ণভাবে ঝাড়গ্রাম-বাঁকুড়া যোগাযোগ বিচ্ছিন্ন। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
5/6
অতিরিক্ত বৃষ্টির ফলে জামমনী ব্লকের ডুলুং নদীর উপর চিল্কিগড় কজওয়ে জলের তলায়। যোগাযোগ বন্ধ ঝাড়গ্রাম ও জামমনীর মধ্যে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
অতিরিক্ত বৃষ্টির ফলে জামমনী ব্লকের ডুলুং নদীর উপর চিল্কিগড় কজওয়ে জলের তলায়। যোগাযোগ বন্ধ ঝাড়গ্রাম ও জামমনীর মধ্যে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
6/6
ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রচুর বৃষ্টি পাতের কারণেই জলস্তর বৃদ্ধি পেয়েছে ডুলুং, তারাফেনি ও ভৈরববাকি নদীর। কজওয়ে গুলির উপর যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।(ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রচুর বৃষ্টি পাতের কারণেই জলস্তর বৃদ্ধি পেয়েছে ডুলুং, তারাফেনি ও ভৈরববাকি নদীর। কজওয়ে গুলির উপর যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement
advertisement