পুরনো ইতিহাসের পাশেই শুরু হল নতুন অধ্যায়, নবরূপে ঝালদা পুরসভা

Last Updated:
নবনির্মিত পুরসভা ভবনে কাউন্সিলরদের জন্য থাকছে শীততাপ নিয়ন্ত্রিত বৈঠক কক্ষ, আধিকারিকদের জন্য আলাদা অফিস, পুরপ্রধান ও উপ-পুরপ্রধানের আধুনিক দফতর। নাগরিক সুবিধার কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক শৌচাগার
1/6
পুরুলিয়া জেলার গুরুত্বপূর্ণ মহকুমা ঝালদা।  এই মহকুমার সদর শহর পরিচালিত হয় ঝালদা পুরসভার তত্ত্বাবধানে।
পুরুলিয়া জেলার গুরুত্বপূর্ণ মহকুমা ঝালদা। এই মহকুমার সদর শহর পরিচালিত হয় ঝালদা পুরসভার তত্ত্বাবধানে।
advertisement
2/6
ঝালদার বাসিন্দারা স্বাভাবিকভাবেই যে-কোনও সুবিধা-অসুবিধার ক্ষেত্রে পুরসভার শরণাপন্ন হন। বর্তমানে এই পুরসভার মাথায় আছেন পুরপ্রধান সুরেশ আগারওয়াল।[ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি]
advertisement
3/6
১৮৮৮ সাল থেকে ঝালদা পুরসভার পথ চলা শুরু। শতাব্দী প্রাচীন সেই পুরসভার পাশেই তৈরি করা হয়েছে ঝাঁ চকচকে অত্যাধুনিক মানের পুরভবন। থাকছে একাধিক সুযোগ-সুবিধা।[ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি]
advertisement
4/6
নবনির্মিত পুরসভা ভবনে কাউন্সিলরদের জন্য থাকছে শীততাপ নিয়ন্ত্রিত বৈঠক কক্ষ, আধিকারিকদের জন্য আলাদা অফিস, পুরপ্রধান ও উপ-পুরপ্রধানের আধুনিক দফতর। নাগরিক সুবিধার কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক শৌচাগার।[ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি]
advertisement
5/6
এই বিষয়ে ঝালদার পুরপ্রধান সুরেশ আগারওয়াল বলেন, কয়েকটি তহবিল থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক ভবনটি নির্মাণ করা হয়েছে।‌ এখানে এবার থেকে এক ছাদের তলায় মিলবে সমস্ত পুর পরিষেবা।[ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি]
advertisement
6/6
ঝালদা পুরসভায় নতুন ভবনের উদ্বোধন হওয়ায় খুশি শহরবাসী। এর ফলে নাগরিক পরিষেবা আরও উন্নত হবে এমনটাই আশা করছেন তাঁরা।[ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি]
advertisement
advertisement
advertisement