Jawan's Wife Gets Threat Letter: 'বাড়িতে একা আছো'! যুদ্ধ আবহের মধ্যেই বিএসএফ জওয়ানের স্ত্রী যা পেলেন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Jawan's Wife Gets Threat Letter: 'বাড়িতে একা আছো'! যুদ্ধ আবহের মধ্যেই বিএসএফ জওয়ানের স্ত্রীকে হুমকি চিঠি
নদিয়া: ভারত পাকিস্তান উত্তেজনা পূর্ণ আবহের মধ্যে এবার এক বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি। আর এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুরের ঘোড়ালিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ নাগ নামে এক বিএসএফজওয়ানের বাড়ির উঠোনে সকালে একটি হুমকি চিঠি দেখতে পান তার স্ত্রী। বিশ্বজিৎ নাগ নামের ওই বিএসএফজওয়ান বর্তমানে ত্রিপুরায় কর্মরত। Photo- Representative (Meta Ai )
advertisement
ওই বিএসএফজওয়ানের স্ত্রীর অভিযোগ, ওই হুমকি চিঠিতে লেখা ছিল, "পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় বাংলাদেশিদের আটকেছে, বাড়িতে একা আছো।" আর এই চিঠি দেখার পরই স্বাভাবিক ভাবেই আতঙ্কিত ওই বিএসএফ জওয়ানের স্ত্রী। ওই বিএসএফ জওয়ানের বাবা মা বর্তমানে চিকিৎসা করাতে গুজরাতে রয়েছেন। Photo- Representative
advertisement
advertisement
advertisement







