Kumbh Mela: মহাকুম্ভে যাওয়ার প্ল্যান? ট্রেন পেয়ে গেলেও থাকবেন কোথায়? বিরাট ব্যবস্থা করেছে IRCTC, না জানলেই মিস!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Kumbh Mela: ত্রিবেণী সঙ্গম থেকে ৩.৫ কিলোমিটার দূরত্বে তৈরি করা হয়েছে পুণ্যার্থীদের রাত্রিবাসের এই বিশেষ জায়গাটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আইআরসিটিসি ওয়েবসাইট ছাড়াও মেক মাই ট্রিপ এবং GoIbibo থেকে আপনার টেন্ট বুক করতে পারবেন। তবে এই ট্রাভেল ওয়েবসাইটগুলি থেকে বুক করতে হলে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই এখান থেকেও শুরু হয়ে যাবে টিকিট বুকিং। পাশাপাশি আপনার টেন্ট বুকিং নিয়ে যদি কোনও সমস্যা হয় বা প্রশ্ন থাকে, তাহলে যোগাযোগ করতে পারেন 8076025236 নম্বরে। আইআরসিটিসি সাপোর্ট টিম আপনাকে সবরকম সহযোগিতা করবে।