ট্রেন লাইনে চলছে কাজ, আদ্রা ডিভিশনে Cancel একগুচ্ছ ট্রেন...! কবে, কোন ট্রেন বাতিল? যাত্রাপথ বদল কোন ট্রেনে? জানুন সম্পূর্ণ তালিকা

Last Updated:
Indian Railways: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যাত্রী পরিষেবা বিঘ্নিত। রেললাইনে উন্নয়নমূলক কাজের জন্য ১৪ জুলাই সোমবার থেকে আগামী ২০ জুলাই রবিবার পর্যন্ত সাপ্তাহিক ব্লক রাখা হয়েছে আদ্রা ডিভিশনে। যার জন্য আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
1/8
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যাত্রী পরিষেবা বিঘ্নিত। রেললাইনে উন্নয়নমূলক কাজের জন্য ১৪ জুলাই সোমবার থেকে আগামী ২০ জুলাই রবিবার পর্যন্ত সাপ্তাহিক ব্লক রাখা হয়েছে আদ্রা ডিভিশনে। যার জন্য আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যাত্রী পরিষেবা বিঘ্নিত। রেললাইনে উন্নয়নমূলক কাজের জন্য ১৪ জুলাই সোমবার থেকে আগামী ২০ জুলাই রবিবার পর্যন্ত সাপ্তাহিক ব্লক রাখা হয়েছে আদ্রা ডিভিশনে। যার জন্য আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
2/8
পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। ফলে প্রচুর যাত্রী অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা করা হয়েছে। রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানানো হয়েছে।
পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। ফলে প্রচুর যাত্রী অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা করা হয়েছে। রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানানো হয়েছে।
advertisement
3/8
কোন কোন ট্রেন বাতিল?৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে ১৪ জুলাই থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত।  ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস বাতিল থাকবে ১৪ জুলাই এবং আগামী ১৬ জুলাই।
কোন কোন ট্রেন বাতিল?৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে ১৪ জুলাই থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত।  ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস বাতিল থাকবে ১৪ জুলাই এবং আগামী ১৬ জুলাই।
advertisement
4/8
যাত্রাপথ বদল হবে কোন কোন ট্রেনের?যাত্রাপথ বদল৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বারাভূম মেমু প্যাসেঞ্জার। ১৪,১৭ ও ২০ জুলাই আদ্রা-আসানসোল-আদ্রা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
যাত্রাপথ বদল হবে কোন কোন ট্রেনের?যাত্রাপথ বদল৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বারাভূম মেমু প্যাসেঞ্জার। ১৪,১৭ ও ২০ জুলাই আদ্রা-আসানসোল-আদ্রা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
advertisement
5/8
৬৮০৫৫ আসানসোল–টাটানগর মেমু প্যাসেঞ্জার। ১৫ ও ১৯ জুলাই আদ্রা–টাটানগর রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে। ৬৮০৬০ আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জার।
৬৮০৫৫ আসানসোল–টাটানগর মেমু প্যাসেঞ্জার। ১৫ ও ১৯ জুলাই আদ্রা–টাটানগর রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে। ৬৮০৬০ আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জার।
advertisement
6/8
১৫ জুলাই ও ১৯ জুলাই আসানসোল–আদ্রা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশন থেকে যাত্রাপথ শুরু করবে।৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি–চন্দ্রপুরা–ভোজুডি মেমু প্যাসেঞ্জার।
১৫ জুলাই ও ১৯ জুলাই আসানসোল–আদ্রা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশন থেকে যাত্রাপথ শুরু করবে।৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি–চন্দ্রপুরা–ভোজুডি মেমু প্যাসেঞ্জার।
advertisement
7/8
১৪ জুলাই ও ১৮ জুলাই মহুদা–চন্দ্রপুরা রুটে পরিষেবা বাতিল থাকবে। মহুদা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত ও শুরু হবে।
১৪ জুলাই ও ১৮ জুলাই মহুদা–চন্দ্রপুরা রুটে পরিষেবা বাতিল থাকবে। মহুদা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত ও শুরু হবে।
advertisement
8/8
বিলম্বে যাত্রাপথ ১৮০৩৬ হাটিয়া–খড়গপুর এক্সপ্রেস১৫,১৬ ও ১৯ জুলাই হাটিয়া থেকে ২ ঘণ্টা বিলম্বে ছাড়বে।১৮০৩৫ খড়গপুর–হাটিয়া এক্সপ্রেস ১৪,১৭,১৮ ও ২০ জুলাই খড়গপুর থেকে ২ ঘণ্টা বিলম্বে ছাড়বে।শান্তনু দাস
বিলম্বে যাত্রাপথ ১৮০৩৬ হাটিয়া–খড়গপুর এক্সপ্রেস১৫,১৬ ও ১৯ জুলাই হাটিয়া থেকে ২ ঘণ্টা বিলম্বে ছাড়বে।১৮০৩৫ খড়গপুর–হাটিয়া এক্সপ্রেস ১৪,১৭,১৮ ও ২০ জুলাই খড়গপুর থেকে ২ ঘণ্টা বিলম্বে ছাড়বে।শান্তনু দাস
advertisement
advertisement
advertisement