Ranaghat-Bongaon Line: বনগাঁ-রানাঘাট লাইনে রেলপথে যাত্রা এবার আরও সহজ হবে, ডবল লাইন প্রকল্পের কাজ শুরু

Last Updated:
Indian Railways: প্রকল্প সম্পূর্ণ হলে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার মধ্যে রেল যোগাযোগ আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এই রেলপথ শিয়ালদহ–কৃষ্ণনগর–লালগোলা মূল লাইনকে বনগাঁ–পেট্রাপোল সীমান্ত পথের সঙ্গে যুক্ত করে।
1/6
বহু প্রতীক্ষিত বনগাঁ রানাঘাটের মধ্যে রেলের যাত্রী পরিষেবায় ডবল লাইনের কাজ শুরুর ঘোষণা হতেই খুশি, প্রত্যন্ত সীমান্ত লাগোয়া বিস্তীর্ণ এলাকার মানুষজন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত বনগাঁ থেকে রানাঘাট রেলপথে দ্বিতীয় লাইন বসানোর কাজ শুরু করছে রেল
বহু প্রতীক্ষিত বনগাঁ রানাঘাটের মধ্যে রেলের যাত্রী পরিষেবায় ডবল লাইনের কাজ শুরুর ঘোষণা হতেই খুশি, প্রত্যন্ত সীমান্ত লাগোয়া বিস্তীর্ণ এলাকার মানুষজন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত বনগাঁ থেকে রানাঘাট রেলপথে দ্বিতীয় লাইন বসানোর কাজ শুরু করছে রেল
advertisement
2/6
রেল বোর্ড এই প্রকল্পের জন্য বরাদ্দ করেছে ৩৯৬.০৪ কোটি টাকা। প্রকল্প সম্পূর্ণ হলে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার মধ্যে রেল যোগাযোগ আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, রানাঘাট–বনগাঁ রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় ৩২.৯৩ কিলোমিটার। এই রেলপথ শিয়ালদহ–কৃষ্ণনগর–লালগোলা মূল লাইনকে বনগাঁ–পেট্রাপোল সীমান্ত পথের সঙ্গে যুক্ত করে। বর্তমানে এই রুটে একটি মাত্র রেললাইন রয়েছে
রেল বোর্ড এই প্রকল্পের জন্য বরাদ্দ করেছে ৩৯৬.০৪ কোটি টাকা। প্রকল্প সম্পূর্ণ হলে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার মধ্যে রেল যোগাযোগ আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, রানাঘাট–বনগাঁ রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় ৩২.৯৩ কিলোমিটার। এই রেলপথ শিয়ালদহ–কৃষ্ণনগর–লালগোলা মূল লাইনকে বনগাঁ–পেট্রাপোল সীমান্ত পথের সঙ্গে যুক্ত করে। বর্তমানে এই রুটে একটি মাত্র রেললাইন রয়েছে
advertisement
3/6
ফলে ক্রসিং এবং দেরিতে ট্রেন চলাচল প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। দ্বিতীয় লাইন বসানো হলে শুধু যাত্রী নয়, পণ্য পরিবহণেও গতি আসবে বলে জানিয়েছে রেল। রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত নয়টি স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজও করা হবে। পাশাপাশি, রানাঘাট–মাঝেরগ্রাম ও মাঝেরগ্রাম–গোপালনগরের মধ্যে দুটি লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণেরও পরিকল্পনা রয়েছে
ফলে ক্রসিং এবং দেরিতে ট্রেন চলাচল প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। দ্বিতীয় লাইন বসানো হলে শুধু যাত্রী নয়, পণ্য পরিবহণেও গতি আসবে বলে জানিয়েছে রেল। রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত নয়টি স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজও করা হবে। পাশাপাশি, রানাঘাট–মাঝেরগ্রাম ও মাঝেরগ্রাম–গোপালনগরের মধ্যে দুটি লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণেরও পরিকল্পনা রয়েছে
advertisement
4/6
রেল সূত্রে আরও জানা গিয়েছে, নতুন লাইন চালু হলে অতিরিক্ত ৮.৮ লক্ষ টন পণ্য পরিবহণ সম্ভব হবে। প্রতিদিন আরও ১০ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানো যাবে এই লাইনে। এতে রেলের বার্ষিক আয় বাড়বে প্রায় ৮.৬৬ কোটি টাকা। সম্প্রতি এই শাখায় এসি নিয়ন্ত্রিত ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে, যা যাত্রীদের আরামদায়ক যাতায়াতের সুযোগ এনে দিয়েছে
রেল সূত্রে আরও জানা গিয়েছে, নতুন লাইন চালু হলে অতিরিক্ত ৮.৮ লক্ষ টন পণ্য পরিবহণ সম্ভব হবে। প্রতিদিন আরও ১০ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানো যাবে এই লাইনে। এতে রেলের বার্ষিক আয় বাড়বে প্রায় ৮.৬৬ কোটি টাকা। সম্প্রতি এই শাখায় এসি নিয়ন্ত্রিত ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে, যা যাত্রীদের আরামদায়ক যাতায়াতের সুযোগ এনে দিয়েছে
advertisement
5/6
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মতে, রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত যাতায়াতে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়তে হচ্ছিল। এখন ডবল লাইন হলে অনেকটাই স্বস্তি মিলবে। দ্রুত শুরু হবে এই ডবল লাইন তৈরির কাজ
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মতে, রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত যাতায়াতে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়তে হচ্ছিল। এখন ডবল লাইন হলে অনেকটাই স্বস্তি মিলবে। দ্রুত শুরু হবে এই ডবল লাইন তৈরির কাজ
advertisement
6/6
সব মিলিয়ে, স্বাধীনতারও আগে চালু হওয়া এই বনগাঁ–রানাঘাট রেলপথ অবশেষে আধুনিকীকরণের পথে, আর তারই সূচনা হচ্ছে ডবল লাইন তৈরির মধ্যে দিয়ে (তথ্য ও ছবি: রুদ্র নারায়ন রায়)
সব মিলিয়ে, স্বাধীনতারও আগে চালু হওয়া এই বনগাঁ–রানাঘাট রেলপথ অবশেষে আধুনিকীকরণের পথে, আর তারই সূচনা হচ্ছে ডবল লাইন তৈরির মধ্যে দিয়ে (তথ্য ও ছবি: রুদ্র নারায়ন রায়)
advertisement
advertisement
advertisement