Indian Railways: জুনের শেষে টানা দশ দিনের ভোগান্তি, চলবে নন ইন্টারলকিং, বাতিল বহু ট্রেন, সপ্তাহের শুরুতে নজেহাল খড়গপুর ডিভিশনে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
রথের আগে খড়গপুর ডিভিশনের আন্দুলে চলবে নন ইন্টারলকিং এর কাজ, বাতিল বহু ট্রেন।
advertisement
এই কাজের জন্য রথযাত্রা সপ্তাহে মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর-সহ ২৩৭টি লোকাল ট্রেন এবং ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন-সহ মোট ৩০৩টি ট্রেন বাতিল করার কথা জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের তরফে। সোমবার ২৪ জুন বেলা ১২টা নাগাদ নতুন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম তথা ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অলোক কৃষ্ণ সাংবাদিকদের প্রেস বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছেন।
advertisement
উল্লেখ্য গত ১১ জুন বিজ্ঞপ্তি বাতিল করে দিনকয়েক আগেই দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছিল, আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের (NI Work) কাজের জন্য ২২ জুন থেকে কোনও ট্রেন বাতিল করা হচ্ছে না। তবে পরবর্তী সময়ে ট্রেন বাতিল করা হলে, দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলেই জানানো হয়। অবশেষে তা জানানো হল সোমবার। মোট ৩০০-র বেশি ট্রেন বাতিল করা ছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের।
advertisement
কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বা ঘোরানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রি নন-ইন্টারলকিংয়ের (Pre-NI) কাজ চলবে ২৯ জুন থেকে ৬ জুলাই টানা ৮ দিন এবং নন ইন্টারলকিংয়ের কাজ চলবে ৭ ও ৮ জুলাই ২ দিন। এই কাজ চলাকালীন (২৯ জুন - ৮জুলাই) মেদিনীপুর-হাওড়া লোকাল-সহ খড়্গপুর ডিভিশনের মোট ২৩৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
এছাড়াও, বাতিল করা হয়েছে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন। সেই তালিকায় আছে তাম্রলিপ্ত, ইস্পাত, জনশতাব্দী, ইন্টারসিটি, ধৌলি, আরণ্যক, কাণ্ডারী, সামলেশ্বরী, আজাদ হিন্দ, শতাব্দী-র মতএকাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। অন্যদিকে, এই ১০ দিনে ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। সময় পরিবর্তন করা হয়েছে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেনের এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৩ জোড়া এক্সপ্রেস ট্রেনের। এছাড়াও ৬ জুলাই ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস(22504) ৯০ মিনিট এবং পুরী-হাওড়া এক্সপ্রেস (12838) ২০ মিনিট দেরিতে চলতে পারে বলে জানানো হয়েছে খড়্গপুর ডিভিশনের তরফে।
advertisement