Indian Railways: বাড়বে হাসনাবাদ-শিয়ালদহ ট্রেনের গতি! পূর্ব রেলের যাত্রীদের জন্য বড় খবর, হাসনাবাদ পর্যন্ত ডবল লাইনের কাজ শুরু
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
পূর্ব রেলের বারাসত–হাসনাবাদ শাখার যাত্রীদের জন্য আসছে বড় খবর। শীঘ্রই শুরু হতে চলেছে চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন নির্মাণের কাজ। এই প্রকল্প বাস্তবায়িত হলে ট্রেন চলাচলের গতি বাড়বে, পাশাপাশি যাত্রী পরিষেবার মানও উন্নত হবে।
advertisement
বর্তমানে চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত প্রায় ১৬.৫৪ কিলোমিটার রেলপথে একটিমাত্র লাইন রয়েছে। এই সিঙ্গেল লাইনেই প্রতিদিন ২৩ জোড়া ইএমইউ ট্রেন চলাচল করে। ফলে ট্রেনের ক্রসিংয়ের জন্য বহুবার স্টেশনে অপেক্ষা করতে হয়, যার জেরে যাত্রীরা প্রায়ই বিলম্বে পৌঁছান গন্তব্যে। রেল সূত্রে খবর, এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবেই ডবল লাইন প্রকল্প শুরু করা হচ্ছে।
advertisement
চাঁপাপুকুর, ভ্যাবলা হল্ট, বসিরহাট, অনন্তপুর, মধ্যমপুর, নিমদাঁড়িয়া-কোদালিয়া, টাকিরোড ও হাসনাবাদ স্টেশনের যাত্রীরা দীর্ঘদিন ধরেই এই রেলপথে ডবল লাইন চালুর দাবি জানিয়ে আসছিলেন। একাধিকবার আবেদনপত্র জমা পড়েছিল রেল কর্তৃপক্ষের কাছে। অবশেষে পূর্ব রেল কর্তৃপক্ষ প্রকল্পের অনুমোদন দিয়েছে এবং প্রাথমিক প্রস্তুতি পর্ব প্রায় শেষ পর্যায়ে।
advertisement
advertisement
advertisement







