Indian Railways: বন্ধের পাঁচদিনের মাথায় ফের চালু, চলবে বেলদা-খড়গপুর লোকাল

Last Updated:
অবশেষে আন্দোলন ও উদ্যোগের ফল মিলেছে। দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করে জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি থেকে ফের বেলদা-খড়গপুর লোকাল ট্রেনটি চালু করা হবে।
1/6
নতুন বছরে দুঃসংবাদ শুনিয়েছিল রেল। নতুন বছরের প্রথম সপ্তাহে বিভিন্ন রুটে একাধিক ট্রেন বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। বাতিল তালিকার মধ্যে সবগুলোই ছিল মেমু লোকাল ট্রেন। ছিল বেলদা - খড়গপুর লোকালও। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
নতুন বছরে দুঃসংবাদ শুনিয়েছিল রেল। নতুন বছরের প্রথম সপ্তাহে বিভিন্ন রুটে একাধিক ট্রেন বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। বাতিল তালিকার মধ্যে সবগুলোই ছিল মেমু লোকাল ট্রেন। ছিল বেলদা - খড়গপুর লোকালও।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
বিজ্ঞপ্তি জারি দিয়ে ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধের কথায় জানায় রেল কর্তৃপক্ষ। ২ জানুয়ারি থেকে দক্ষিণ-পূর্ব রেলের সিদ্ধান্তে বেলদা থেকে খড়গপুরগামী লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বিজ্ঞপ্তি জারি দিয়ে ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধের কথায় জানায় রেল কর্তৃপক্ষ। ২ জানুয়ারি থেকে দক্ষিণ-পূর্ব রেলের সিদ্ধান্তে বেলদা থেকে খড়গপুরগামী লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
3/6
প্রসঙ্গত, এই ট্রেনটির উপর নির্ভরশীল ছিলেন পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ। নারায়ণগড়, দাঁতন-২, কেশিয়াড়ি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের এগরা-সহ বহু এলাকার যাত্রীরা প্রতিদিন এই লোকাল ধরে বেলদা থেকে খড়গপুর পৌঁছে অন্যান্য দূরপাল্লার ট্রেনে গন্তব্যে যেতেন। ফলে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবী মানুষ, পড়ুয়া ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
প্রসঙ্গত, এই ট্রেনটির উপর নির্ভরশীল ছিলেন পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ। নারায়ণগড়, দাঁতন-২, কেশিয়াড়ি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের এগরা-সহ বহু এলাকার যাত্রীরা প্রতিদিন এই লোকাল ধরে বেলদা থেকে খড়গপুর পৌঁছে অন্যান্য দূরপাল্লার ট্রেনে গন্তব্যে যেতেন। ফলে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবী মানুষ, পড়ুয়া ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
4/6
দক্ষিণ-পূর্ব রেলের তরফে অপারেশনাল সমস্যা ও আভ্যন্তরীণ নানা কারণ দেখিয়ে এই লোকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও তা নিয়ে যাত্রী মহলে তীব্র অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতির প্রতিবাদে বেলদার রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি লাগাতার আন্দোলনে নামে। সংগঠনের নেতৃত্ব সুশান্ত পানিগ্রাহী বলেন, দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনটিকে হাওড়া পর্যন্ত চালানোর। তবে বেলদা থেকে খড়গপুর অব্দি চললেও তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে লাগাতার আন্দোলন চলে। অবশেষে সেই আন্দোলনের জয় হয়েছে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
দক্ষিণ-পূর্ব রেলের তরফে অপারেশনাল সমস্যা ও আভ্যন্তরীণ নানা কারণ দেখিয়ে এই লোকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও তা নিয়ে যাত্রী মহলে তীব্র অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতির প্রতিবাদে বেলদার রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি লাগাতার আন্দোলনে নামে। সংগঠনের নেতৃত্ব সুশান্ত পানিগ্রাহী বলেন, দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনটিকে হাওড়া পর্যন্ত চালানোর। তবে বেলদা থেকে খড়গপুর অব্দি চললেও তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে লাগাতার আন্দোলন চলে। অবশেষে সেই আন্দোলনের জয় হয়েছে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
5/6
পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন।স্থানীয় পঞ্চায়েত সদস্য গৌরী শংকর অধিকারী সহ একাধিক দলীয় পদাধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করেন এবং যাত্রীদের সমস্যার কথা তুলে ধরেন। পঞ্চায়েত সদস্য গৌরী শংকর অধিকারী বলেন, সুকান্ত মজুমদারকে বিষয়টি জানানোর পর তিনি রেল মন্ত্রীর দফতরে কথা বলেন। দ্রুত এই পয়সালটি নিয়ে ভাবার কথা জানান। তবে তিনি এও জানিয়েছেন, খুব শীঘ্রই এই ট্রেন হাওড়া পর্যন্ত চালান হবে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন।স্থানীয় পঞ্চায়েত সদস্য গৌরী শংকর অধিকারী সহ একাধিক দলীয় পদাধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করেন এবং যাত্রীদের সমস্যার কথা তুলে ধরেন। পঞ্চায়েত সদস্য গৌরী শংকর অধিকারী বলেন, সুকান্ত মজুমদারকে বিষয়টি জানানোর পর তিনি রেল মন্ত্রীর দফতরে কথা বলেন। দ্রুত এই পয়সালটি নিয়ে ভাবার কথা জানান। তবে তিনি এও জানিয়েছেন, খুব শীঘ্রই এই ট্রেন হাওড়া পর্যন্ত চালান হবে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
6/6
অবশেষে আন্দোলন ও উদ্যোগের ফল মিলেছে। দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করে জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি থেকে ফের বেলদা-খড়গপুর লোকাল ট্রেনটি চালু করা হবে। এই খবরে স্বস্তি ফিরেছে হাজার হাজার নিত্যযাত্রীর মধ্যে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
অবশেষে আন্দোলন ও উদ্যোগের ফল মিলেছে। দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করে জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি থেকে ফের বেলদা-খড়গপুর লোকাল ট্রেনটি চালু করা হবে। এই খবরে স্বস্তি ফিরেছে হাজার হাজার নিত্যযাত্রীর মধ্যে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement