Indian Railways: নতুন মাসের শুরুতেই দারুণ ব্যস্ত এই রুটে ফের চালু হচ্ছে MEMU প্যাসেঞ্জার ট্রেন, স্বস্তিতে লক্ষ-লক্ষ যাত্রীরা
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Indian Railways: রেলযাত্রীদের জন্য সুখবর, আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার ফের চালু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে
পুরুলিয়া : রেল যাত্রীদের জন্য সুখবর। আগামী ১ সেপ্টেম্বর থেকে ফের আগের মতো নিয়মিত মেমু প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চালু হতে চলেছে আদ্রা-আসানসোল রুটের ৬৮০৬১ নম্বর ট্রেন। দীর্ঘদিন পর আদ্রা ডিভিশনের বহু যাত্রীর দাবি মেনে নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করল রেল কর্তৃপক্ষ। কোভিডের আগে এই ট্রেনটি মেমু প্যাসেঞ্জার হিসেবে আদ্রা থেকে আসানসোলের মধ্যে চলাচল করত। তবে কোভিড-পরবর্তী সময়ে ট্রেনটি স্পেশাল ট্রেন হিসেবে চলছিল, যার ফলে এটি আদ্রা ডিভিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে থামত না।
advertisement
ইতিমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে।দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, "রেলের সদর দফতরের সিদ্ধান্ত অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে এই ট্রেনটি আগের মতই মেমু প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চলবে। ইতিমধ্যে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।"
advertisement
আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেনের নিত্য যাত্রী অভিষেক মুখোপাধ্যায়, বিনয় চক্রবর্তী, অজিত সরেনরা৷ তাঁরা বলেন, "এই ট্রেনটি রঘুনাথপুর মহকুমার বহু মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন। ভোর তিনটায় আদ্রা থেকে ছেড়ে আসানসোলের দিকে যাত্রা শুরু করা এই ট্রেনটি মূলত দিনমজুর, সবজি বিক্রেতা, এবং কলকাতামুখী যাত্রীদের যাতায়াতে বড় ভূমিকা পালন করে। কোভিডের আগে ট্রেনটি আদ্রা থেকে ছেড়ে জয়চণ্ডী, বেড়ো, রামকানালি, মুরাডি, মধুকুণ্ডা সহ মোট সাতটি স্টেশনে দাঁড়াত। তবে স্পেশাল ট্রেন হিসেবে চালু হওয়ার পর এই ট্রেনটি আদ্রা থেকে ছেড়ে রঘুনাথপুর মহকুমার পাঁচটি স্টেশনে না দাঁড়িয়ে সোজা বার্নপুরে গিয়ে থামত। এই পরিবর্তনের ফলে বহু যাত্রী সমস্যায় পড়েন।"
advertisement







