হোম » ছবি » দক্ষিণবঙ্গ » Cyclone Yaas: আম্ফানের ভুল থেকে শিক্ষা! মমতার অনুরোধে বিভিন্ন জেলায় নামল সেনা

Cyclone Yaas: আম্ফানের ভুল থেকে শিক্ষা! মমতার অনুরোধে বিভিন্ন জেলায় নামল সেনা

  • Bangla Digital Desk

  • 15

    Cyclone Yaas: আম্ফানের ভুল থেকে শিক্ষা! মমতার অনুরোধে বিভিন্ন জেলায় নামল সেনা

    একে করোনার থাবা। তার উপর ইয়াস-এর ভ্রুকূটি। রাজ্যের মানুষের যেন উভয় সংকট। শিয়রে ঘূর্ণিঝড়। রাত পোহালেই বড়সড় বিপর্যয়ের আশঙ্কা রাজ্যে। আর তাই রাজ্যের মানুষের সহায়তায় নামল সেনা।

    MORE
    GALLERIES

  • 25

    Cyclone Yaas: আম্ফানের ভুল থেকে শিক্ষা! মমতার অনুরোধে বিভিন্ন জেলায় নামল সেনা

    গতবছর আম্ফান বিপর্যয় মোকাবিলায় সাহায্য নেওয়ার ব্যাপারে মনস্থির অনেক সময় নিয়েছিল রাজ্য সরকার। তার জন্য চরম দুর্ভোগের স্বীকার হতে হয়েছিল রাজ্যবাসীকে। বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। তাই এবার যশ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সেনা বাহিনীকে ব্যবহার করার কথা আগাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার রাজ্যে আসন্ন দুর্যোগের আবহে তিনি ঘোষণা করেন রাজ্যে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনে সেনা নামানো হবে।মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই দিঘাতে ঘূর্ণিঝড় মোকাবিলায় নামানো হয় সেনাবাহিনীকে।

    MORE
    GALLERIES

  • 35

    Cyclone Yaas: আম্ফানের ভুল থেকে শিক্ষা! মমতার অনুরোধে বিভিন্ন জেলায় নামল সেনা

    সোমবার ভোরেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছিল যশ। তারপর থেকেই সাগরের বুকে নিজের শক্তি বাড়িয়ে চলেছে। ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করেছে স্থলভূমির দিকে। প্রথমদিকে ঘন্টায় মাত্র ২কিমি বেগে এগোচ্ছিল যশ। পরে তা বেড়ে দাঁড়িয়েছে ঘন্টায় ৯কিমি। যশ যত স্থলভূমির দিকে এগোবে ততই তার গতিবেগ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বাড়বে তার শক্তিও। ওড়িশার বালেশ্বর জেলার বিচিত্রপুর এলাকায় তার ল্যান্ডফলের তীব্র সম্ভাবনা রয়েছে। আর তাই যশের দরুন এই রাজ্যের জেলাগুলির মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ক্ষতির সম্ভাবনা প্রবল। তাই এই জেলাগুলিতেই এখন যুদ্ধকালীন গতিতে কাজ চলছে যশের বিরুদ্ধে লড়াই করার জন্য।

    MORE
    GALLERIES

  • 45

    Cyclone Yaas: আম্ফানের ভুল থেকে শিক্ষা! মমতার অনুরোধে বিভিন্ন জেলায় নামল সেনা

    সেনার মোট সতেরোটি দল বিপর্যয় মোকাবিলায় থাকবে বিভিন্ন জেলায়। সঙ্গে থাকবে নৌকো এবং অন্য প্রয়োজনীয় সামগ্রী। বিশেষ ট্রেনিংপ্রাপ্ত সেনার অফিসাররাও থাকবেন বিপর্যয় মোকাবিলায়। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি. দুই ২৪ পরগণাতে থাকবে সেনার দল।

    MORE
    GALLERIES

  • 55

    Cyclone Yaas: আম্ফানের ভুল থেকে শিক্ষা! মমতার অনুরোধে বিভিন্ন জেলায় নামল সেনা

    কলকাতায় তৈরি থাকবে সাতটি দল। প্রয়োজনে সেনার সেই দলগুলিও বিপর্যয় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়বে বিভিন্ন জেলায়। বিপদে পড়া মানুষকে উদ্ধার থেকে শুরু করে গাছ কাটা, ত্রাণ পৌঁছে দেওয়াসহ সবই করবে সেনার দলগুলি। জেলার প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখবে সেনার দলগুলি।

    MORE
    GALLERIES