India Bangladesh news: শাশুড়ি হয়ে গেলেন মা, বাংলাদেশি জামাই হয়ে গেলেন ভারতের নাগরিক! বাগদায় এ যেন ম্যাজিক
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
India Bangladesh news: শাশুড়িকে মা পরিচয় দিয়ে বাংলাদেশি জামাই হল ভারতের নাগরিক! চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটার চিহ্নিত করতে সক্রিয় হয়েছে প্রশাসন ও শাসক দল।
উত্তর ২৪ পরগনা: শাশুড়িকে মা পরিচয় দিয়ে বাংলাদেশি জামাই হল ভারতের নাগরিক! চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটার চিহ্নিত করতে সক্রিয় হয়েছে প্রশাসন ও শাসক দল। সেই প্রেক্ষিতে ফের চাঞ্চল্যকর এই অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি এলাকায়। প্রতিকি ছবি
advertisement
advertisement
advertisement
সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশের কাছে উঠে আসে বিস্ফোরক এই তথ্য। রিজাউল ও তার ছেলে ফিরোজ, দু’জনেই বাংলাদেশি নাগরিক। এই প্রসঙ্গে রিজাউলের স্ত্রী জানান, বিয়ের সময় আমার স্বামীর বাংলাদেশি পরিচয় সম্পর্কে কিছুই জানতাম না। বিয়ের পরে সে আমার মাকে ‘মা’ বলে পরিচয় দিয়ে ভোটার কার্ড করিয়েছিল। এখন ছেলে প্রেম করে একটি মেয়েকে নিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতীকী ছবি
advertisement
বিষয়টি নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল কড়া ভাষায় অভিযোগ তুলে বলেন, বাগদা ব্লকে এমন কয়েকশো রিজাউল মণ্ডল আছে। এরা সবাই তৃণমূলের ভোটব্যাঙ্ক। এদের মাধ্যমে অবৈধভাবে নাগরিকত্ব দিয়ে ভোটে প্রভাব ফেলার চেষ্টা চলছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের তরফেও ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে। এখন দেখার, রিজাউলের মতো আরও কত ‘ভুয়ো নাগরিক’ চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয়।