IMD West Bengal Weather: বজ্রবিদ্যুৎ-ঝড়-জল-বৃষ্টি...! আগামী ৪৮ ঘণ্টায় চরম কাঁপন ১৫ জেলায়! অতি ভারী বৃষ্টির তাণ্ডব ৬ জেলায়, হলুদ সতর্কতা জারি! কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD West Bengal Weather: আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছেন,
উত্তর বঙ্গোপসাগরের ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়াতেও কখনও হালকা আবার কখনও ঝেঁপে বৃষ্টি হতে দেখা যাচ্ছে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও যখন তখন তা বদলাতে পারে।
advertisement
বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণের সব জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সঙ্গে বইতে পারে ৩০-৪০কিমি বেগে ঝোড়ো হওয়া। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের জেলাগুলিতে।
সঙ্গে বইতে পারে ৩০-৪০কিমি বেগে ঝোড়ো হওয়া। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের জেলাগুলিতে।
advertisement
অন্যদিকে উত্তরবঙ্গেও জারি হলুদ সতর্কতা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ায় আপাতত কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।
advertisement
advertisement