IMD Weather Update: পশ্চিমী ঝঞ্ঝায় রাজ্যে আবহাওয়ার মোড়, উইকেন্ডে উধাও ঠান্ডা? শীতপ্রেমীদের জন্য সুখবরও রয়েছে

Last Updated:
IMD Weather Update: তাপমাত্রা বাড়লেও কুয়াশার দাপট, দক্ষিণে জারি সতর্কতা। কনকনে শীক ফের কবে থেকে? রইল ওয়েদার আপডেট...
1/6
নতুন বছরের শুরুতে কনকনে ঠান্ডার পর রাজ্যে আবহাওয়ার ভোলবদল। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত থমকে দাঁড়িয়েছে উত্তুরে হাওয়া। এর জেরে শীতের দাপট কিছুটা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই ধীরে ধীরে বদল আসবে পরিস্থিতিতে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার ফলে সকালের ও রাতের ঠান্ডা আগের তুলনায় কিছুটা কম অনুভূত হতে পারে।
নতুন বছরের শুরুতে কনকনে ঠান্ডার পর রাজ্যে আবহাওয়ার ভোলবদল। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত থমকে দাঁড়িয়েছে উত্তুরে হাওয়া। এর জেরে শীতের দাপট কিছুটা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই ধীরে ধীরে বদল আসবে পরিস্থিতিতে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার ফলে সকালের ও রাতের ঠান্ডা আগের তুলনায় কিছুটা কম অনুভূত হতে পারে।
advertisement
2/6
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের মতে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই উষ্ণতার প্রবণতা বজায় থাকবে। এরপর দু’-তিন দিন আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই পরিবর্তন। ফলে উইকেন্ডে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হবে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের মতে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই উষ্ণতার প্রবণতা বজায় থাকবে। এরপর দু’-তিন দিন আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই পরিবর্তন। ফলে উইকেন্ডে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হবে।
advertisement
3/6
সমুদ্র উপকূলবর্তী এলাকা দিঘার আবহাওয়াতেও এই পরিবর্তনের প্রভাব পড়বে। শুক্রবার দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করবে। ফলে সকালে ও রাতে হালকা ঠান্ডা থাকলেও দিনের বেলায় তুলনামূলক আরামদায়ক আবহাওয়া অনুভূত হবে। পর্যটকদের জন্য উইকেন্ডে আবহাওয়া মোটের উপর সহনীয় থাকার সম্ভাবনা রয়েছে।
সমুদ্র উপকূলবর্তী এলাকা দিঘার আবহাওয়াতেও এই পরিবর্তনের প্রভাব পড়বে। শুক্রবার দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করবে। ফলে সকালে ও রাতে হালকা ঠান্ডা থাকলেও দিনের বেলায় তুলনামূলক আরামদায়ক আবহাওয়া অনুভূত হবে। পর্যটকদের জন্য উইকেন্ডে আবহাওয়া মোটের উপর সহনীয় থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলক কম থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের মত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস। তবে এখানেও ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী হবে। ফলে গত কয়েক দিনের মতো কনকনে ঠান্ডা আর তেমন অনুভূত নাও হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলক কম থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের মত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস। তবে এখানেও ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী হবে। ফলে গত কয়েক দিনের মতো কনকনে ঠান্ডা আর তেমন অনুভূত নাও হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
5/6
তবে শীতপ্রেমীদের জন্য এখনও সুখবর রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি, অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার নাগাদ ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সেই সময় পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি ওড়িশা উপকূলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে কুয়াশার প্রভাব বাড়ছে দুই বঙ্গেই।
তবে শীতপ্রেমীদের জন্য এখনও সুখবর রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি, অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার নাগাদ ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সেই সময় পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি ওড়িশা উপকূলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে কুয়াশার প্রভাব বাড়ছে দুই বঙ্গেই।
advertisement
6/6
এই জলীয় বাষ্পের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা দেখা যাবে। শুক্রবার কুয়াশা দেখা গিয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায়। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও কুয়াশার দাপট দেখা যেতে পারে বলে পূর্বাভাস।
এই জলীয় বাষ্পের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা দেখা যাবে। শুক্রবার কুয়াশা দেখা গিয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায়। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও কুয়াশার দাপট দেখা যেতে পারে বলে পূর্বাভাস।
advertisement
advertisement
advertisement