IMD Weather Update: ২৪ ঘণ্টায় বদলাবে আবহাওয়া, বৃষ্টি ভিজবে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলি! জেনে নিন
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: এই সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, জানুন।
advertisement
দক্ষিণের জেলা পুরুলিয়াতেও বৃষ্টির দেখা মিলছে। তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পেয়েছেন জেলার মানুষ। সোমবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার ২৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আগামী দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
দক্ষিণের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন মোটামুটি সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
উত্তরের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বহাল রয়েছে। উত্তরের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement








