*সকাল থেকেই তাপ বেড়েছে বাঁকুড়া জেলায়। সূর্যের রোদ বোঝা যাচ্ছে খুব স্পষ্ট ভাবেই। ভোর বেলা থেকেই উজ্জ্বল আকাশ। তবে দুপুর বারোটার পর থেকে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি।
2/ 7
*আজ বৃষ্টিপাতের সম্ভাবনা ৬০ শতাংশ। আগামী বেশ কয়েকদিন একইরকম থাকবে আবহাওয়া। বাড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। দুপুর ১২'টার পর আজ সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
3/ 7
*বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বেশ কয়েকদিনের চিটচিটে গরম ছিল বাঁকুড়ায়। এক ঘণ্টার ঝড়বৃষ্টিতে নেমেছিল তাপমাত্রা। তারপর থেকে আর দেখা নেই বৃষ্টির, বৃহস্পতিবার সকাল থেকেই বেড়েছে তাপমাত্রা। ফাইল ছবি।
4/ 7
*আজ সূর্যোদয় হয় ভোর পাঁচ'টায় এবং সূর্যাস্ত হবে সন্ধে ৬ঃ২০ মিনিটে। প্রখর সূর্যের রৌদ্রের সঙ্গে প্রচন্ড পরিমাণে প্রবেশ করবে অতিবেগুনি রশ্মি যার সূচক ১১। ফাইল ছবি।
5/ 7
*দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিমে বইবে ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। বাঁকুড়ার বায়ুর গুণগত মান আজ কম মাত্রায় দূষিত, সূচক ৯০। বায়ুতে আদ্রতার পরিমাণ বুধবারের তুলনায় কিছুটা কমেছে, সূচক ৪৯%। ফাইল ছবি।
6/ 7
*বাঁকুড়া জেলায় এ বছর বৃষ্টিপাত হলেও ধারাবাহিকভাবে বৃষ্টিপাত এখনও হয়নি। বিক্ষিপ্তভাবে ঝড় এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত ঘটেছে কখনও এক সপ্তাহ আবার কখনও ৩-৪ দিনের। বৃষ্টিপাত তা থেকে রেহাই দিয়েছে। সেই একই ট্র্যাক রেকর্ড অব্যাহত বাঁকুড়া জেলায়। ফাইল ছবি।
7/ 7
*মঙ্গলবারের ঝড়-বৃষ্টির পর এখনও দেখা নেই বৃষ্টির। এদিন বেলা বাড়লে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও গরম ঊর্ধ্বমুখী। ফাইল ছবি।
*সকাল থেকেই তাপ বেড়েছে বাঁকুড়া জেলায়। সূর্যের রোদ বোঝা যাচ্ছে খুব স্পষ্ট ভাবেই। ভোর বেলা থেকেই উজ্জ্বল আকাশ। তবে দুপুর বারোটার পর থেকে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি।
*বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বেশ কয়েকদিনের চিটচিটে গরম ছিল বাঁকুড়ায়। এক ঘণ্টার ঝড়বৃষ্টিতে নেমেছিল তাপমাত্রা। তারপর থেকে আর দেখা নেই বৃষ্টির, বৃহস্পতিবার সকাল থেকেই বেড়েছে তাপমাত্রা। ফাইল ছবি।
*আজ সূর্যোদয় হয় ভোর পাঁচ'টায় এবং সূর্যাস্ত হবে সন্ধে ৬ঃ২০ মিনিটে। প্রখর সূর্যের রৌদ্রের সঙ্গে প্রচন্ড পরিমাণে প্রবেশ করবে অতিবেগুনি রশ্মি যার সূচক ১১। ফাইল ছবি।
*দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিমে বইবে ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। বাঁকুড়ার বায়ুর গুণগত মান আজ কম মাত্রায় দূষিত, সূচক ৯০। বায়ুতে আদ্রতার পরিমাণ বুধবারের তুলনায় কিছুটা কমেছে, সূচক ৪৯%। ফাইল ছবি।
*বাঁকুড়া জেলায় এ বছর বৃষ্টিপাত হলেও ধারাবাহিকভাবে বৃষ্টিপাত এখনও হয়নি। বিক্ষিপ্তভাবে ঝড় এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত ঘটেছে কখনও এক সপ্তাহ আবার কখনও ৩-৪ দিনের। বৃষ্টিপাত তা থেকে রেহাই দিয়েছে। সেই একই ট্র্যাক রেকর্ড অব্যাহত বাঁকুড়া জেলায়। ফাইল ছবি।