Heavy Rainfall Alert: পুজোর আগে ব্যাপক বৃষ্টিপাত! রক্ষা নেই, ঝড়জলের তুলকালামে মাটি উৎসবের আনন্দ!
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Heavy Rainfall Alert: পুজো যত এগিয়ে আসছে বৃষ্টি কমার নাম নেই। দিন এগিয়ে এলেও দুর্যোগ কার্যত মাথাচাড়া দিচ্ছে এলাকায়। দুশ্চিন্তায় পড়েছে সকলে।
শুক্রবার থেকে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছিল হাওয়া অফিস। সেইমত জেলার বিভিন্ন এলাকায় ভোর থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদিকে যেমন ভ্যাপসা গরমের পরিবেশ বজায় রয়েছে। তেমনি মেঘলা আকাশ এবং দুপুরের পর বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর জুড়ে। সপ্তাহান্তে বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস। বৃষ্টিতে ভাসতে পারে দুই জেলা।
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
পুজো যত এগিয়ে আসছে বৃষ্টি কমার নাম নেই। দিন এগিয়ে এলেও দুর্যোগ কার্যত মাথাচাড়া দিচ্ছে এলাকায়। দুশ্চিন্তায় পড়েছে সকলে। কাদা পরিস্থিতি, ঝিপঝিপ বৃষ্টি যেন লেগেই রয়েছে প্রতি সপ্তাহে। চলতি সপ্তাহে প্রথম চার দিন। রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বৃহস্পতিবার রাত থেকে বদলে যায় আবহাওয়া। মাঝ রাত থেকে বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এদিন দুই মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৭৫ শতাংশ। স্বাভাবিকভাবে এক অপ্রীতিকর পরিস্থিতি বজায় থাকবে।
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
একই আবহাওয়া থাকবে পূর্ব মেদিনীপুরেও। স্থানীয় হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে উপকূল এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বিকেলের পর বৃষ্টির পরিমাণ কমবে। একই আবহাওয়া এগরা, মান্দারমনি, শংকরপুর সহ একাধিক এলাকায়। স্বাভাবিকভাবে সপ্তাহের ছুটিতে ঘুরে আসা কার্যত মাটি করছে এই বৃষ্টি।
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement