IMD Bengal Weather Update: এখনই তুলবেন না লেপ-কম্বল! সপ্তাহন্তে ফের হাড় কাঁপানো ঠান্ডা? বঙ্গে ফিরছে শীত? আবহাওয়ার বড় আপডেট
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD Bengal Weather Update: প্রতিনিয়ত হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। কখনও তীব্র শীত তো আবার কখনও গরমের দাপট। আবহাওয়ার খামখেয়ালীপনা যেন শেষ হচ্ছে না। জেলা পুরুলিয়ার তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে।
advertisement
এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ক্রমাগতই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। এবারের মত পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। তার আগে পারদ ওঠা-নামা করবে। তবে কুয়াশার দাপট থাকবে জেলায়।
advertisement
তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে। শীতের বিদায়ের সময় হয়ে গিয়েছে। দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই জেলাগুলিতে।দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে।
advertisement
advertisement