Ilish Price: সুখবর...! কালীপুজোর আগেই বাজারে উপচে পড়বে টন টন ইলিশ! মিলবে একেবারে জলের দামে...

Last Updated:
Ilish Price: আগামী দিনে আরও ইলিশ জালে ধরা পড়বে, আশায় মৎস্যজীবীরা। এবারে সমুদ্রে মাছের পরিমাণও আগের তুলনায় ভাল। বিশেষ করে ইলিস, পমফ্রেট, ভেটকি-সহ সামুদ্রিক মাছ
1/6
বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। ধীরে ধীরে ফিরছে চেনা ছন্দ। টানা দুর্যোগ আর বৃষ্টির দাপটে ক্লান্ত উপকূল এবার যেন নতুন প্রাণ ফিরে পাচ্ছে। দীর্ঘদিন সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা থাকায় ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা। এখন আবহাওয়া অনুকূলে থাকায় দিঘা, তাজপুর, শংকরপুর, কাঁথি সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের মধ্যে আবার দেখা যাচ্ছে কর্মব্যস্ততা। (তথ্য ও ছবি : মদন মাইতি)
বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। ধীরে ধীরে ফিরছে চেনা ছন্দ। টানা দুর্যোগ আর বৃষ্টির দাপটে ক্লান্ত উপকূল এবার যেন নতুন প্রাণ ফিরে পাচ্ছে। দীর্ঘদিন সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা থাকায় ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা। এখন আবহাওয়া অনুকূলে থাকায় দিঘা, তাজপুর, শংকরপুর, কাঁথি সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের মধ্যে আবার দেখা যাচ্ছে কর্মব্যস্ততা। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
দুর্গাপুজোর আগে থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি আর নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল ছিল। প্রশাসন মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছিল । বহু মৎস্যজীবী পরিবারে পুজা আনন্দ মাটি হয়ে গেছিল। বছরের এই সময়টাতেই মৎস্যজীবীরা বাড়তি আয়ের আশায় থাকেন। কিন্তু সেই সুযোগ হারিয়ে হতাশ হয়েছিলেন সকলে। এখন সমুদ্র শান্ত, আর তাতেই দীপাবলীর আগে আশায় বুক বাঁধছে মৎস্যজীবীরা।
দুর্গাপুজোর আগে থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি আর নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল ছিল। প্রশাসন মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছিল । বহু মৎস্যজীবী পরিবারে পুজা আনন্দ মাটি হয়ে গেছিল। বছরের এই সময়টাতেই মৎস্যজীবীরা বাড়তি আয়ের আশায় থাকেন। কিন্তু সেই সুযোগ হারিয়ে হতাশ হয়েছিলেন সকলে। এখন সমুদ্র শান্ত, আর তাতেই দীপাবলীর আগে আশায় বুক বাঁধছে মৎস্যজীবীরা।
advertisement
3/6
সোমবার থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় উপকূলের বাতাসে ফিরেছে স্বস্তি। এখন দেখা যাচ্ছে দিঘা ও তার আশেপাশের ঘাট গুলোতে নৌকা মেরামত ও জাল ঠিক করার ব্যস্ততা। মৎস্যজীবীরা দলে দলে সমুদ্রে পাড়ি দিচ্ছেন। দীর্ঘ বিরতির পর আবার জালে মাছের ঝলক দেখা মিলছে। এতেই দীপাবলির আগে খুশিতে ভরে উঠেছে মৎস্যজীবীরা।
সোমবার থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় উপকূলের বাতাসে ফিরেছে স্বস্তি। এখন দেখা যাচ্ছে দিঘা ও তার আশেপাশের ঘাট গুলোতে নৌকা মেরামত ও জাল ঠিক করার ব্যস্ততা। মৎস্যজীবীরা দলে দলে সমুদ্রে পাড়ি দিচ্ছেন। দীর্ঘ বিরতির পর আবার জালে মাছের ঝলক দেখা মিলছে। এতেই দীপাবলির আগে খুশিতে ভরে উঠেছে মৎস্যজীবীরা।
advertisement
4/6
দি‌ঘা ও শংকরপুরে এখন উৎসবের আবহ। মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিয়েছে মৎস্য শিকারে , দিঘা মোহনায় মাছের বাজারে দেখা যাবে আবার চেনা ভিড়। মৎস্যজীবীদের কথায়, দুর্গাপুজোর সময় ক্ষতির পর এখন অন্তত কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা করছেন তাঁরা। দীপাবলি ভাইফোঁটার আগে থেকেই মাছের চাহিদাও বেশি থাকে। ফলে বিক্রিবাটাও জমে উঠবে।
দি‌ঘা ও শংকরপুরে এখন উৎসবের আবহ। মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিয়েছে মৎস্য শিকারে , দিঘা মোহনায় মাছের বাজারে দেখা যাবে আবার চেনা ভিড়। মৎস্যজীবীদের কথায়, দুর্গাপুজোর সময় ক্ষতির পর এখন অন্তত কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা করছেন তাঁরা। দীপাবলি ভাইফোঁটার আগে থেকেই মাছের চাহিদাও বেশি থাকে। ফলে বিক্রিবাটাও জমে উঠবে।
advertisement
5/6
মৎস্যজীবীরা বলছেন, এবারে সমুদ্রে মাছের পরিমাণও আগের তুলনায় ভাল। বিশেষ করে ইলিস, পমফ্রেট, ভেটকি-সহ সামুদ্রিক মাছ বেশ ভালই আসছে তাই দীপাবলীর আগে তাঁদের মুখে এখন আনন্দের হাসি। পরিবার-পরিজন নিয়ে উৎসবের মরসুম উপভোগ করার প্রস্তুতিও শুরু হয়েছে। দীর্ঘ দুর্যোগের পর জীবনে ফিরেছে আশার আলো।
মৎস্যজীবীরা বলছেন, এবারে সমুদ্রে মাছের পরিমাণও আগের তুলনায় ভাল। বিশেষ করে ইলিস, পমফ্রেট, ভেটকি-সহ সামুদ্রিক মাছ বেশ ভালই আসছে তাই দীপাবলীর আগে তাঁদের মুখে এখন আনন্দের হাসি। পরিবার-পরিজন নিয়ে উৎসবের মরসুম উপভোগ করার প্রস্তুতিও শুরু হয়েছে। দীর্ঘ দুর্যোগের পর জীবনে ফিরেছে আশার আলো।
advertisement
6/6
পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল বলেন, “দীর্ঘ দুর্যোগের পর এখন আবহাওয়া অনেকটাই স্বাভাবিক। মৎস্যজীবীরা আবার মৎস্য শিকারে যেতে পেরেছেন। দুর্গা পুজোর সময় মৎস্যজীবীরা অনেকটাই সমস্যায় পড়েছিলেন। তাদের পুজো একেবারেই মাটি। কিন্তু দীপাবলীর আগে আবহাওয়া ভাল থাকায় তারা মৎস্য শিকারে বেরিয়েছেন। আশা করছি দীপাবলিতে মৎস্যজীবীদের ভালই কাটবে।
পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল বলেন, “দীর্ঘ দুর্যোগের পর এখন আবহাওয়া অনেকটাই স্বাভাবিক। মৎস্যজীবীরা আবার মৎস্য শিকারে যেতে পেরেছেন। দুর্গা পুজোর সময় মৎস্যজীবীরা অনেকটাই সমস্যায় পড়েছিলেন। তাদের পুজো একেবারেই মাটি। কিন্তু দীপাবলীর আগে আবহাওয়া ভাল থাকায় তারা মৎস্য শিকারে বেরিয়েছেন। আশা করছি দীপাবলিতে মৎস্যজীবীদের ভালই কাটবে।"
advertisement
advertisement
advertisement