Ilish: গঙ্গায় জাল ফেললেই উঠছে এত এত ইলিশ! কোন বাজারে গেলে পাবেন এই টাটকা মাছ? দাম কত জানেন?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Ilish Mach: প্রতিদিন নদীতে জাল ফেললেই ধরা পড়ছে, মাছের রাজা ইলিশ। যার জেরে হাসি ফুটেছে স্থানীয় মৎস্যজীবীদের মুখে।
*হুগলি জেলার হুগলি নদী তীরবর্তী এলাকায় এক সম্প্রদায় মানুষ রয়েছেন যাদের রুজি রুটি নির্ভর করে হুগলি নদীর উপরে। পেশায় তারা মৎস্যজীবী। ঝড়জল বৃষ্টি উপেক্ষা করে তারা বেরিয়ে পড়েন গঙ্গায় রুপোলি শস্য অর্থাৎ ইলিশ মাছ ধরতে। খাদ্যরসিক বাঙালি পাতে যে গঙ্গার ইলিশ পরে তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন জাল ফেলেন গঙ্গায় মৎস্যজীবীরা। প্রতিবেদনঃ রাহী হালদার। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*স্থানীয় এক মৎস্যজীবী তিনি জানান, অন্য বছরের তুলনায় এই বছরে মাছের সরবরাহ রয়েছে। প্রতিদিন নদীতে জাল ফেললেই ধরা পড়ছে, মাছের রাজা ইলিশ। যার জেরে হাসি ফুটেছে স্থানীয় মৎস্যজীবীদের মুখে। জীবনের ঝুঁকি নিয়ে তারা রোদ জল ঝড় বৃষ্টি মাথায় করে রেখে গঙ্গায় মাছ ধরতে আসেন। মাছ ধরতে এসে নানান প্রতিকূলতা সম্মুখীন হতে হয়। আগের বছরই মাছ ধরতে এসে কালবৈশাখীতে নৌকাডুবি হয়ে মৃত্যু হয়েছিল এক মৎস্যজীবীর। তবে রুজি রুটির টানে জীবনের তোয়াক্কা না করেই এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে নৌকা জাল নিয়ে তারা বেরিয়ে পড়েন মাছ ধরতে। আর যদি জালে ধরা পড়ে রুপোলি ইলিশ তাহলে সেই দিন রোজগার ভালো হয় মৎস্যজীবীদের। সংগৃহীত ছবি।
