Ilish: গঙ্গায় জাল ফেললেই উঠছে এত এত ইলিশ! কোন বাজারে গেলে পাবেন এই টাটকা মাছ? দাম কত জানেন?

Last Updated:
Ilish Mach: প্রতিদিন নদীতে জাল ফেললেই ধরা পড়ছে, মাছের রাজা ইলিশ। যার জেরে হাসি ফুটেছে স্থানীয় মৎস্যজীবীদের মুখে।
1/5
*হুগলি জেলার হুগলি নদী তীরবর্তী এলাকায় এক সম্প্রদায় মানুষ রয়েছেন যাদের রুজি রুটি নির্ভর করে হুগলি নদীর উপরে। পেশায় তারা মৎস্যজীবী। ঝড়জল বৃষ্টি উপেক্ষা করে তারা বেরিয়ে পড়েন গঙ্গায় রুপোলি শস্য অর্থাৎ ইলিশ মাছ ধরতে। খাদ্যরসিক বাঙালি পাতে যে গঙ্গার ইলিশ পরে তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন জাল ফেলেন গঙ্গায় মৎস্যজীবীরা। প্রতিবেদনঃ রাহী হালদার। সংগৃহীত ছবি।  
*হুগলি জেলার হুগলি নদী তীরবর্তী এলাকায় এক সম্প্রদায় মানুষ রয়েছেন যাদের রুজি রুটি নির্ভর করে হুগলি নদীর উপরে। পেশায় তারা মৎস্যজীবী। ঝড়জল বৃষ্টি উপেক্ষা করে তারা বেরিয়ে পড়েন গঙ্গায় রুপোলি শস্য অর্থাৎ ইলিশ মাছ ধরতে। খাদ্যরসিক বাঙালি পাতে যে গঙ্গার ইলিশ পরে তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন জাল ফেলেন গঙ্গায় মৎস্যজীবীরা। প্রতিবেদনঃ রাহী হালদার। সংগৃহীত ছবি।  
advertisement
2/5
*তবে গঙ্গার ইলিশ ধরা তাদের কাছে অনেকটা লটারির মতো। সারাদিন জাল ফেলে কখনও একটাও মাছ ওঠে না আবার যখন জালে ধরা পড়ে রুপোলি শস্য তখন ভাগ্য খুলে যায় মৎস্যজীবীদের। সংগৃহীত ছবি।  
*তবে গঙ্গার ইলিশ ধরা তাদের কাছে অনেকটা লটারির মতো। সারাদিন জাল ফেলে কখনও একটাও মাছ ওঠে না আবার যখন জালে ধরা পড়ে রুপোলি শস্য তখন ভাগ্য খুলে যায় মৎস্যজীবীদের। সংগৃহীত ছবি।  
advertisement
3/5
*তবে অন্য বছরের তুলনায় এই বছর জেলেদের মুখে হাসির ফোয়ার। কারণ প্রতিদিনই এখন গঙ্গায় জাল ফেললে ধরা পড়ছে রুপোলি শস্য। গঙ্গার ফ্রেশ জ্যান্ত ইলিশের চাহিদাও রয়েছে ক্রেতাদের মধ্যে। সংগৃহীত ছবি।  
*তবে অন্য বছরের তুলনায় এই বছর জেলেদের মুখে হাসির ফোয়ার। কারণ প্রতিদিনই এখন গঙ্গায় জাল ফেললে ধরা পড়ছে রুপোলি শস্য। গঙ্গার ফ্রেশ জ্যান্ত ইলিশের চাহিদাও রয়েছে ক্রেতাদের মধ্যে। সংগৃহীত ছবি।  
advertisement
4/5
*হুগলির কোন্নগর এলাকায় দেখা যায় জেলেদের একত্রিত হয়ে। কেউ আসেন গুপ্তিপাড়া থেকে কেউ আসেন বলাগর থেকে আবার অনেকে স্থানীয় মৎস্যজীবী। সকলেই গঙ্গায় জাল ফেলেন ইলিশের আশায়। তবে এই বছর মৎস্যজীবীদের মুখে হাসি রয়েছে। কারণ প্রতিদিন জাল ফেললেই ধরা পড়ছে কেজি কেজি ইলিশ! সংগৃহীত ছবি।  
*হুগলির কোন্নগর এলাকায় দেখা যায় জেলেদের একত্রিত হয়ে। কেউ আসেন গুপ্তিপাড়া থেকে কেউ আসেন বলাগর থেকে আবার অনেকে স্থানীয় মৎস্যজীবী। সকলেই গঙ্গায় জাল ফেলেন ইলিশের আশায়। তবে এই বছর মৎস্যজীবীদের মুখে হাসি রয়েছে। কারণ প্রতিদিন জাল ফেললেই ধরা পড়ছে কেজি কেজি ইলিশ! সংগৃহীত ছবি।  
advertisement
5/5
*স্থানীয় এক মৎস্যজীবী তিনি জানান, অন্য বছরের তুলনায় এই বছরে মাছের সরবরাহ রয়েছে। প্রতিদিন নদীতে জাল ফেললেই ধরা পড়ছে, মাছের রাজা ইলিশ। যার জেরে হাসি ফুটেছে স্থানীয় মৎস্যজীবীদের মুখে। জীবনের ঝুঁকি নিয়ে তারা রোদ জল ঝড় বৃষ্টি মাথায় করে রেখে গঙ্গায় মাছ ধরতে আসেন। মাছ ধরতে এসে নানান প্রতিকূলতা সম্মুখীন হতে হয়। আগের বছরই মাছ ধরতে এসে কালবৈশাখীতে নৌকাডুবি হয়ে মৃত্যু হয়েছিল এক মৎস্যজীবীর। তবে রুজি রুটির টানে জীবনের তোয়াক্কা না করেই এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে নৌকা জাল নিয়ে তারা বেরিয়ে পড়েন মাছ ধরতে। আর যদি জালে ধরা পড়ে রুপোলি ইলিশ তাহলে সেই দিন রোজগার ভালো হয় মৎস্যজীবীদের। সংগৃহীত ছবি।
*স্থানীয় এক মৎস্যজীবী তিনি জানান, অন্য বছরের তুলনায় এই বছরে মাছের সরবরাহ রয়েছে। প্রতিদিন নদীতে জাল ফেললেই ধরা পড়ছে, মাছের রাজা ইলিশ। যার জেরে হাসি ফুটেছে স্থানীয় মৎস্যজীবীদের মুখে। জীবনের ঝুঁকি নিয়ে তারা রোদ জল ঝড় বৃষ্টি মাথায় করে রেখে গঙ্গায় মাছ ধরতে আসেন। মাছ ধরতে এসে নানান প্রতিকূলতা সম্মুখীন হতে হয়। আগের বছরই মাছ ধরতে এসে কালবৈশাখীতে নৌকাডুবি হয়ে মৃত্যু হয়েছিল এক মৎস্যজীবীর। তবে রুজি রুটির টানে জীবনের তোয়াক্কা না করেই এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে নৌকা জাল নিয়ে তারা বেরিয়ে পড়েন মাছ ধরতে। আর যদি জালে ধরা পড়ে রুপোলি ইলিশ তাহলে সেই দিন রোজগার ভালো হয় মৎস্যজীবীদের। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement