Birthday of Wife: বউয়ের জন্মদিন বলে কথা, উপহার দেখে অবাক স্ত্রী, বাকরুদ্ধ শ্বশুর-শাশুড়ি

Last Updated:
বউয়ের Happy Birthday, স্বামী চাঁদের (Moon) জমি কিনলেন, আর চাঁদ আবার বৃহস্পতির (Jupiter)৷
1/5
#বাঁকুড়া: দামি গয়না বা দামি কোনো সামগ্রী নয় স্ত্রীর জন্মদিনে স্বামী যে উপহার দিলেন তা শুনে তাক লাগতে পারে আপনারও। স্ত্রীর জন্মদিনে বৃহস্পতি গ্রহের চাঁদে জায়গা কিনে তা উপহাওর হিসাবে পাঠালেন স্বামী। এমন উপহার পেয়ে স্ত্রী যে হতবাক তাই নয় একেবারে স্তম্ভিত। বাঁকুড়ার সিমলিপাল ব্লকের কাহারাণ গ্রামের বাসিন্দা শুভজিৎ ঘোষ পেশায় কেন্দ্রীয় সরকারের পাওয়ার গ্রিড কর্পোরেশনের ইঞ্জিনিয়ার। তিনি ফিল্ড সুপারভাইজার পদে নাগাল্যান্ডের প্রত্যন্ত লংলেং জেলায় কর্মরত। স্ত্রী রোমিলা সেন ও পেশায় ইঞ্জিনিয়ার। তিনি হায়দরাবাদের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত।
#বাঁকুড়া: দামি গয়না বা দামি কোনো সামগ্রী নয় স্ত্রীর জন্মদিনে স্বামী যে উপহার দিলেন তা শুনে তাক লাগতে পারে আপনারও। স্ত্রীর জন্মদিনে বৃহস্পতি গ্রহের চাঁদে জায়গা কিনে তা উপহাওর হিসাবে পাঠালেন স্বামী। এমন উপহার পেয়ে স্ত্রী যে হতবাক তাই নয় একেবারে স্তম্ভিত। বাঁকুড়ার সিমলিপাল ব্লকের কাহারাণ গ্রামের বাসিন্দা শুভজিৎ ঘোষ পেশায় কেন্দ্রীয় সরকারের পাওয়ার গ্রিড কর্পোরেশনের ইঞ্জিনিয়ার। তিনি ফিল্ড সুপারভাইজার পদে নাগাল্যান্ডের প্রত্যন্ত লংলেং জেলায় কর্মরত। স্ত্রী রোমিলা সেন ও পেশায় ইঞ্জিনিয়ার। তিনি হায়দরাবাদের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত।
advertisement
2/5
প্রতিবছরই নিজেদের স্মরণীয় দিনগুলি একটু অন্যভাবে পালন করেন এই দম্পতি। নিজেদের বিবাহ বার্ষিকী হোক বা নিজেদের জন্মদিন, কখনো পথশিশুদের খাবার দেওয়া আবার কখনো হাসপাতালের গরীব সদ্যজাত শিশুদের জামাকাপড় দিয়ে পালন করেন এই দম্পতি। গত ১৩ নভেম্বর ছিল স্ত্রী রোমিলা সেন এর জন্মদিন। এবার স্বামী শুভজিৎ নাগাল্যাণ্ডে থাকায় বাঁকুড়ার কেন্দুয়াডিহিতে নিজের বাপের বাড়িতে পরিবারের অন্যান্যদের সঙ্গে জন্মদিন কাটানোর পরিকল্পনা ছিল রোমিলা সেনের।
প্রতিবছরই নিজেদের স্মরণীয় দিনগুলি একটু অন্যভাবে পালন করেন এই দম্পতি। নিজেদের বিবাহ বার্ষিকী হোক বা নিজেদের জন্মদিন, কখনো পথশিশুদের খাবার দেওয়া আবার কখনো হাসপাতালের গরীব সদ্যজাত শিশুদের জামাকাপড় দিয়ে পালন করেন এই দম্পতি। গত ১৩ নভেম্বর ছিল স্ত্রী রোমিলা সেন এর জন্মদিন। এবার স্বামী শুভজিৎ নাগাল্যাণ্ডে থাকায় বাঁকুড়ার কেন্দুয়াডিহিতে নিজের বাপের বাড়িতে পরিবারের অন্যান্যদের সঙ্গে জন্মদিন কাটানোর পরিকল্পনা ছিল রোমিলা সেনের।
advertisement
3/5
কিন্তু শুক্রবার রাত বারোটা পেরোতেই স্বামী শুভজিৎ ফোন করে স্ত্রীকে রোমিলাকে শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়াল উপহার পাঠান। মোবাইলের হোয়াটসঅ্যাপ খুলতেই রীতিমত চক্ষু চড়কগাছ স্ত্রী রোমিলার। স্বামী তাঁর নামে চাঁদে জমি কিনে তার শংসাপত্রর ছবি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে। তাও আবার পৃথিবীর চাঁদে নয় সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির চাঁদের জমির মালিকানা তুলে দিয়েছেন তাঁর নামে। এমন একটা উপহারে স্বভাবতই হতবাক স্ত্রী রোমিলা।
কিন্তু শুক্রবার রাত বারোটা পেরোতেই স্বামী শুভজিৎ ফোন করে স্ত্রীকে রোমিলাকে শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়াল উপহার পাঠান। মোবাইলের হোয়াটসঅ্যাপ খুলতেই রীতিমত চক্ষু চড়কগাছ স্ত্রী রোমিলার। স্বামী তাঁর নামে চাঁদে জমি কিনে তার শংসাপত্রর ছবি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে। তাও আবার পৃথিবীর চাঁদে নয় সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির চাঁদের জমির মালিকানা তুলে দিয়েছেন তাঁর নামে। এমন একটা উপহারে স্বভাবতই হতবাক স্ত্রী রোমিলা।
advertisement
4/5
রোমিলা বলেন আমি কখনো চাঁদের সেই জমিতে যেতে পারব কিনা জানি না কিন্তু পরবর্তী প্রজন্মকে বলে যাব যদি কখনও সেখানে যাওয়া সম্ভব হয় তাহলে যে শিশুরা অর্থাভাবে কোনোদিন মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখার স্পর্ধাটুকুও দেখাতে পারে না তাদের যেন নিয়ে যায়।
রোমিলা বলেন আমি কখনো চাঁদের সেই জমিতে যেতে পারব কিনা জানি না কিন্তু পরবর্তী প্রজন্মকে বলে যাব যদি কখনও সেখানে যাওয়া সম্ভব হয় তাহলে যে শিশুরা অর্থাভাবে কোনোদিন মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখার স্পর্ধাটুকুও দেখাতে পারে না তাদের যেন নিয়ে যায়।
advertisement
5/5
স্বামী শুভজিৎ স্ত্রীর জন্মদিনে এমন একটা সারপ্রাইজ দিতে পেরে বেশ খুশি। তিনি জানান আপাতত জমি কেনার সংশাপত্র এসে পৌঁছে গেছে৷ আগামী ৯০ দিনের মধ্যে মিলবে জমি কেনার চুক্তিপত্রও। মেয়ের জন্মদিনে জামাতার এমন উপহারে স্তম্ভিত রোমিলার বাপের বাড়ির লোকজন।
স্বামী শুভজিৎ স্ত্রীর জন্মদিনে এমন একটা সারপ্রাইজ দিতে পেরে বেশ খুশি। তিনি জানান আপাতত জমি কেনার সংশাপত্র এসে পৌঁছে গেছে৷ আগামী ৯০ দিনের মধ্যে মিলবে জমি কেনার চুক্তিপত্রও। মেয়ের জন্মদিনে জামাতার এমন উপহারে স্তম্ভিত রোমিলার বাপের বাড়ির লোকজন।
advertisement
advertisement
advertisement