লকডাউন উঠে যাওয়ার পর, আনলক পর্বে পর্যটকদের জন্য খুলে গেছে দিঘা। দিঘা সহ জেলার সমস্ত সমুদ্র সৈকত খুলে গেছে পয়লা জুলাই।
advertisement
2/4
তিনদিন পর আজ পূর্ণিমার ভরা জোয়ারে জলোচ্ছ্বাসে ভাসল দিঘার সি বিচ। সমুদ্রের জলোচ্ছ্বাস দেখে খুশি দিঘায় বেড়াতে আসা পর্যটকরা।
advertisement
3/4
ওল্ড আর নিউ দিঘার সমুদ্র তীরে দাঁড়িয়ে জলোচ্ছ্বাস দেখে মুগ্ধ পর্যটকরা। বলছেন- ভিড়ভাট্টা নেই, একেবারে শান্ত পরিবেশ। যেখানে সমুদ্রের সুন্দর জলোচ্ছ্বাস দেখে আমরা মুগ্ধ। তথ্য- সুজিত ভৌমিক
advertisement
4/4
মেঘলা আকাশে রবিবার সকাল থেকেই দিঘার পরিবেশ অতি শান্ত। শান্তির সেই পরিবেশে আকাশ থেকে মাঝে মাঝে হালকা বৃষ্টিও পড়ছে। জোয়ারের সময় সি বিচ কাঁপিয়েই এদিন জলোচ্ছ্বাস দেখা গেলো দিঘার সৈকতে।Representational Image