Ilish or Hilsa: বঙ্গে বাংলার বড়, চওড়া পেটির লোভনীয় ইলিশ! শুক্রেই বাজারে মিলবে টন টন মাছ, কেজিতে কত দাম?
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Ilish or Hilsa: ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে আপাতত দুটি ট্রাকে প্রায় ৭ টন রুপোলি শস্য পদ্মার ইলিশ পৌঁছল ভারতে বলেই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে পুজোর আগে প্রতি বছরই কয়েক টন ইলিশ পাঠাত পূর্ববর্তী হাসিনা সরকারের, বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক।
advertisement
*ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে আপাতত দুটি ট্রাকে প্রায় ৭ টন রুপোলি শস্য পদ্মার ইলিশ পৌঁছাল ভারতে বলেই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে পুজোর আগে প্রতি বছরই কয়েক টন ইলিশ পাঠাত পূর্ববর্তী হাসিনা সরকারের, বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক। গত বছরও এসেছিল ইলিশ। এরপরই বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি ও সরকার পরিবর্তনের পর রাজ্যে এই প্রথম ধাপে প্রবেশ করল বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক। সংগৃহীত ছবি।
advertisement
*আজ বৃহস্পতিবার বাংলাদেশ থেকে বেনাপোল সীমান্ত হয়ে ভারতের পেট্রাপোল সীমান্তে আসা প্রথম ট্রাকটিতে প্রায় ১৭২টি পেটিতে ইলিশ মাছ ছিল। জানা গিয়েছে, আরও বেশ কয়েকটি ট্রাকে প্রায় ২৫ থেকে ৩০ টন ইলিশ এসে পৌঁছবে পেট্রাপোল সীমান্তে। ফলে পুজোর আগেই ভোজনরসিক বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার সুস্বাদু ইলিশ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement







