Rasa Utsav: রাসের উৎসব যখন শেষ হয়, তখন জমে ওঠে এখানকার রাস, ছুটে আসেন কাতারে কাতারে মানুষ, কী হয় এই মেলায়? জানলে ছুটবেন আপনিও

Last Updated:
Rasa Utsav: জেলার অন্যান্য রাস মেলা যখন ফিকে হয় সেই সময় থেকে জমে ওঠে উলুবেড়িয়ার রাস উৎসব, হাওড়া জেলা-সহ পার্শ্ববর্তী জেলার মানুষের আকর্ষণের এই রাস উৎসব৷
1/5
রাসমেলা ভাঙার সময় হলে এখানে জমে ওঠে রাস উৎসব। রাস মানে জেলার মানুষের প্রধান আকর্ষণ উলুবেড়িয়া রাস উৎসব! একমাস ধরে বসে রাস মেলার আসর। জেলা-সহ পার্শ্ববর্তী জেলা থেকে প্রতিবছর অগণিত মানুষের সমাগম ঘটে এখানে।
রাসমেলা ভাঙার সময় হলে এখানে জমে ওঠে রাস উৎসব। রাস মানে জেলার মানুষের প্রধান আকর্ষণ উলুবেড়িয়া রাস উৎসব! একমাস ধরে বসে রাস মেলার আসর। জেলা-সহ পার্শ্ববর্তী জেলা থেকে প্রতিবছর অগণিত মানুষের সমাগম ঘটে এখানে।
advertisement
2/5
এই রাস উৎসব জেলার অন্যান্য রাস-এর থেকে আলাদা। ৩ শতাব্দীর প্রাচীন মহিয়াড়ী কুন্ডুচৌধুরী বাড়ির রাস উৎসব বা অন্যান্য রাস মেলার, যখন ভাঙতে শুরু হয়, সেই সময় থেকে উলুবেড়িয়া রাস জমে উঠতে শুরু করে।
এই রাস উৎসব জেলার অন্যান্য রাস-এর থেকে আলাদা। ৩ শতাব্দীর প্রাচীন মহিয়াড়ী কুন্ডুচৌধুরী বাড়ির রাস উৎসব বা অন্যান্য রাস মেলার, যখন ভাঙতে শুরু হয়, সেই সময় থেকে উলুবেড়িয়া রাস জমে উঠতে শুরু করে।
advertisement
3/5
এই মেলার অপেক্ষায় থাকেন বহু মানুষ। হাজার হাজার দোকানের পসরা বসে মেলায়। জেলার বৃহৎ মেলার মধ্যে একটি উলুবেড়িয়া রাসমেলা। বহু অমিল জিনিস মেলে এই মেলায়।
এই মেলার অপেক্ষায় থাকেন বহু মানুষ। হাজার হাজার দোকানের পসরা বসে মেলায়। জেলার বৃহৎ মেলার মধ্যে একটি উলুবেড়িয়া রাসমেলা। বহু অমিল জিনিস মেলে এই মেলায়।
advertisement
4/5
এবার ৭৩ তম বর্ষে উলুবেড়িয়া রাস উৎসব। উলুবেড়িয়া রাস মানে ছোট বড় সকলের আকর্ষণ। এখানে নিয়ম রীতি মেনে যেমন চলে পুজো-অর্চনা, পাশাপাশি রাস উৎসব উপলক্ষে আকর্ষণীয় মডেলও থাকে। বিশেষ করে আকর্ষণীয় চলমান মডেল।
এবার ৭৩ তম বর্ষে উলুবেড়িয়া রাস উৎসব। উলুবেড়িয়া রাস মানে ছোট বড় সকলের আকর্ষণ। এখানে নিয়ম রীতি মেনে যেমন চলে পুজো-অর্চনা, পাশাপাশি রাস উৎসব উপলক্ষে আকর্ষণীয় মডেলও থাকে। বিশেষ করে আকর্ষণীয় চলমান মডেল।
advertisement
5/5
উলুবেড়িয়া কালিবাড়ি হুগলি নদী লাগোয়া মাঠে মেলার পসরা আলোকসজ্জা প্রতিদিন সন্ধ্যা হলেই হাওড়া-সহ পার্শ্ববর্তী জেলার মানুষের উপস্থিতি থাকে। এই মেলায় বহু বিক্রেতা আসেন বিভিন্ন জেলা থেকে।
উলুবেড়িয়া কালিবাড়ি হুগলি নদী লাগোয়া মাঠে মেলার পসরা আলোকসজ্জা প্রতিদিন সন্ধ্যা হলেই হাওড়া-সহ পার্শ্ববর্তী জেলার মানুষের উপস্থিতি থাকে। এই মেলায় বহু বিক্রেতা আসেন বিভিন্ন জেলা থেকে।
advertisement
advertisement
advertisement