Howrah News: স্বাধীনতা সংগ্রামে স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস জানাতে স্কুলে প্রদর্শনী
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News:দেশের স্বাধীনতা সংগ্রামে স্থানীয়দের অবদান জানাতে বিদ্যালয়ে প্রদর্শনী
advertisement
advertisement
advertisement
আমতা অমরাগড়ির পুলিন বিহারী রায় লাহোরে জেলবন্দী ভগৎ সিং - কে জেল ভেঙে উদ্ধার করার জন্য লাহোর গিয়েছিলেন। তিনি অবশ্য সে সময় সফল হননি। ব্রিটিশ গোয়েন্দাদের হাতে ধরা পড়ে যান তিনি। টিটাগড় ষড়যন্ত্র মামলার অন্যতম নায়ক আনুলিয়ার কার্তিক সেনাপতি। বাগানানে জনসভায় ভাষণ দেন নেতাজী সুভাষ। বাগনানের আগুন্সীতে কাজী নজরুল ইসলাম স্বরচিত দুটি সঙ্গীত পরিবেশন করেছিলেন তরুণদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করতে।
advertisement
advertisement
নানা অজানা তথ্য সচিত্র তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত জানালেন , বর্তমান প্রজন্মের মানুষ জনদের কাছে স্থানীয় ভূমি সন্তান যাঁরা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন তাঁদের কথা তুলে ধরাই প্রদর্শনীর উদ্দেশ্য। এঁরা বিস্মৃতপ্রায়,'আনসাং হিরো'। প্রদর্শনীর মাধ্যমে একদিকে যেমন এঁদেরকে স্মরণ করে ওঁনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। এই প্রদর্শনী চলবে ২১/৮/২৪ বুধবার পর্যন্ত।