Viral News: 'লজ্জা! ফুলশয্যা থেকে ও আমার সঙ্গে...!' রোজ রাতে কী এমন করত স্বামী! সমাধান পেতে শেষমেশ থানায় বধূ
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Husband Wife Viral News: স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হতে নিজেরা নিজেদের সঙ্গে সময় কাটান। কিন্তু মুর্শিদাবাদে ঘটল এক অন্য ঘটনা। মুর্শিদাবাদের এক গৃহবধূর অভিযোগে তাজ্জব প্রায় সকলেই।
*বিয়ের পর যৌনতা স্বাভাবিক বিষয়। স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হতে নিজেরা নিজেদের সঙ্গে সময় কাটান। কিন্তু মুর্শিদাবাদে ঘটল এক অন্য ঘটনা। মুর্শিদাবাদের এক গৃহবধূর অভিযোগে তাজ্জব প্রায় সকলেই। জানা গিয়েছে, বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনাচারের অভিযোগ তুলেছেন তিনি। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*গৃহবধূর দাবি, আর অত্যাচার সহ্য করতে পারছেন না তিনি। স্বামী সেভাবে রোজ যৌন অত্যাচার করেন। অভাবের সংসার রোজ হয়তো খাবার জোটে না। তবে যৌনতা বাধ্যতামূলক। শারীরিক সম্পর্কের জন্য প্রতি রাতেই জোর করা হত তাঁকে, নানা ভাবে অত্যাচার করা হয়। গৃহবধূর আরও অভিযোগ, অসুস্থতার সময়ও যৌনতায় বাধ্য করেন স্বামী। বছরের পর বছর অত্যাচার সহ্য করেছেন তিনি। বাধ্য হয়ে অতিরিক্ত যৌনতার কারণে মাসকয়েক আগে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান গৃহবধূ। অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন। প্রতীকী ছবি।
advertisement
advertisement








