Hotel: মাত্র ২০ টাকায় হোটেল বুকিং! ডিসেম্বরে পুজো দিতে তারাপীঠ যাবেন? এখানেই থাকুন একেবারে সস্তায়
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Hotel Room: আপনি পেয়ে যাবেন মাত্র ২০ টাকার বিনিময়ে থাকার ব্যবস্থা। শুধুমাত্র ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাস আপনি এখানে এলে মাত্র ২০ টাকায় রাত্রিযাপন করতে পারবেন শীতের বস্ত্র-সহ।
*দুর্মূল্যের বাজারে একটি হোটেলে রাত্রিবাস করতে কত টাকা খরচ হতে পারে বলে আপনার মনে হয়! কমপক্ষে ২০০ থেকে ৩০০ টাকা। তবে যদি বলি মাত্র ২০ টাকায় আপনি রাত্রিবাস করতে পারবেন হোটেলে তাহলে কেমন হয় বলুন তো। কী বিশ্বাস হচ্ছে না আসা করি? তবে গল্প হলেও এটাই বাস্তব। বীরভূমের রামপুরহাটে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এমনই এক বেসরকারি হোটেল চালু করেছেন। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*মূলত প্রত্যেকদিন দেখা যায় রামপুরহাট হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়-স্বজনরা অসহায় অবস্থায় হসপিটাল চত্বরের মেঝেতে অথবা হসপিটালের বাইরে রাত্রি যাপন করেন।আর তাদের কথাই চিন্তা করে মূলত এই উদ্যোগ নিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। পাশাপাশি রামপুরহাট থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত তারাপীঠ মন্দির। সংগৃহীত ছবি।
advertisement
