অবশেষে ফিরল বুলা চৌধুরীর 'পদ্মশ্রী'! একে একে মিলল আরও ১৩ পদক

Last Updated:
ফের ১৩ টি পদক উদ্ধার করা হল। এর মধ্যে পদ্মশ্রীর রেপ্লিকা রয়েছে। সবমিলিয়ে উদ্ধার করা হয়েছে মোট ৩০৮ টি পদক।
1/5
উত্তরপাড়া, হুগলি: সাঁতারু বুলা চৌধুরীর চুরি হওয়া আরও ১৩ টি পদক ও পদ্রশ্রী উদ্ধার করল পুলিশ। পুলিশ কমিশনার নিজের হাতে উদ্ধার হওয়া পদ্মশ্রী তুলে দিয়েছেন। (ছবি ও তথ্য : রানা কর্মকার)
উত্তরপাড়া, হুগলি: সাঁতারু বুলা চৌধুরীর চুরি হওয়া আরও ১৩ টি পদক ও পদ্রশ্রী উদ্ধার করল পুলিশ। পুলিশ কমিশনার নিজের হাতে উদ্ধার হওয়া পদ্মশ্রী তুলে দিয়েছেন। (ছবি ও তথ্য : রানা কর্মকার)
advertisement
2/5
গত ১৫ আগষ্ট উত্তরপাড়া থানায় খবর যায়, প্রখ্যাত প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে চুরি হয়েছে। বুলা চৌধুরীর সারা জীবনের অর্জন করা পদক চুরি হয়ে গিয়েছে। তার মধ্যে অর্জুন ও পদ্মশ্রী পুরস্কার রয়েছে। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পরেন বুলা চৌধুরী। (ছবি ও তথ্য : রানা কর্মকার)
গত ১৫ আগষ্ট উত্তরপাড়া থানায় খবর যায়, প্রখ্যাত প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে চুরি হয়েছে। বুলা চৌধুরীর সারা জীবনের অর্জন করা পদক চুরি হয়ে গিয়েছে। তার মধ্যে অর্জুন ও পদ্মশ্রী পুরস্কার রয়েছে। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পরেন বুলা চৌধুরী। (ছবি ও তথ্য : রানা কর্মকার)
advertisement
3/5
চন্দননগর কমিশনারেটের পুলিশ হুগলির রিষড়া থেকে কৃষ্ণা চৌধুরী নামে বছর উনিশের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। সে বারে মোট ২৯৫ টি পদক উদ্ধার করা হয়। এরপর ফের ১৩ টি পদক উদ্ধার করা হল। এর মধ্যে পদ্মশ্রীর রেপ্লিকা রয়েছে। (ছবি ও তথ্য : রানা কর্মকার)
চন্দননগর কমিশনারেটের পুলিশ হুগলির রিষড়া থেকে কৃষ্ণা চৌধুরী নামে বছর উনিশের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। সে বারে মোট ২৯৫ টি পদক উদ্ধার করা হয়। এরপর ফের ১৩ টি পদক উদ্ধার করা হল। এর মধ্যে পদ্মশ্রীর রেপ্লিকা রয়েছে। (ছবি ও তথ্য : রানা কর্মকার)
advertisement
4/5
ঘটনায় রিষড়া শ্রীরামপুরের ৪ নং গেট থেকে সেখ সামিম (২১) ও মহ: চাঁদকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে উদ্ধার করা হয়েছে মোট ৩০৮ টি পদক। (ছবি ও তথ্য : রানা কর্মকার)
ঘটনায় রিষড়া শ্রীরামপুরের ৪ নং গেট থেকে সেখ সামিম (২১) ও মহ: চাঁদকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে উদ্ধার করা হয়েছে মোট ৩০৮ টি পদক। (ছবি ও তথ্য : রানা কর্মকার)
advertisement
5/5
পদক উদ্ধার হওয়ায় দারুন উচ্ছ্বসিত বুলাদেবী। পুলিশের কাজের প্রশংসা করেছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই প্রাক্তন সাঁতারু। তবে এখনও  দু-একটি পদকের খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। (ছবি ও তথ্য : রানা কর্মকার)
পদক উদ্ধার হওয়ায় দারুন উচ্ছ্বসিত বুলাদেবী। পুলিশের কাজের প্রশংসা করেছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই প্রাক্তন সাঁতারু। তবে এখনও  দু-একটি পদকের খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। (ছবি ও তথ্য : রানা কর্মকার)
advertisement
advertisement
advertisement