Honeymoon Couple: সকলে ভাবছিল ওই হোটেলে ঘুরতে আসেন জাস্ট ম্যারেডরা, হানিমুন কাপল কিনা দেখতে গিয়ে যা পেল...

Last Updated:
Honeymoon Couple: মুর্শিদাবাদের দুই পৃথক জায়গায় হানা! মধুচক্রের আসরের বড় খবর পেল পুলিশ
1/6
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ ও নওদা দুই পৃথক থানা এলাকায় অভিযান করল পুলিশ। একদিকে পর্যটকদের জন্য বিখ্যাত লালবাগ। আর এই শহরেই এখন মধুচক্রের আসর চলছিল রমরমিয়ে। আর পুলিশ যেতেই যা উদ্ধার করল তাতে হতভম্ব পুলিশ। Photo- Representive
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ ও নওদা দুই পৃথক থানা এলাকায় অভিযান করল পুলিশ। একদিকে পর্যটকদের জন্য বিখ্যাত লালবাগ। আর এই শহরেই এখন মধুচক্রের আসর চলছিল রমরমিয়ে। আর পুলিশ যেতেই যা উদ্ধার করল তাতে হতভম্ব পুলিশ। Photo- Representive
advertisement
2/6
বহরমপুরের পর এবার নওদা। বাড়ির চার দেওয়ালের আড়ালে চলছিল রমরমা রমণীলীলা। পুলিশের হানায় ফাঁস হল সব রহস্য নওদায়। মধুচক্রের আসর থেকে ধৃত ১১ জন, পুলিশের জালে বাড়ির মালিক সহ একাধিক যুবক ও মহিলা। Photo- Representative
বহরমপুরের পর এবার নওদা। বাড়ির চার দেওয়ালের আড়ালে চলছিল রমরমা রমণীলীলা। পুলিশের হানায় ফাঁস হল সব রহস্য নওদায়। মধুচক্রের আসর থেকে ধৃত ১১ জন, পুলিশের জালে বাড়ির মালিক সহ একাধিক যুবক ও মহিলা। Photo- Representative
advertisement
3/6
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নওদা থানার পুলিশ অভিযান চালিয়ে ১৫ মাইল রঘুনাথপুর এলাকার বাসিন্দা মৌসুমী বিবির বাড়ি থেকে মোট ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৪ জন মহিলা ও ৭ জন পুরুষ রয়েছেন। ধৃত সাত জন পুরুষের বাড়ি নওদা থানা এলাকায় বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নওদা থানার পুলিশ অভিযান চালিয়ে ১৫ মাইল রঘুনাথপুর এলাকার বাসিন্দা মৌসুমী বিবির বাড়ি থেকে মোট ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৪ জন মহিলা ও ৭ জন পুরুষ রয়েছেন। ধৃত সাত জন পুরুষের বাড়ি নওদা থানা এলাকায় বলে জানা যায়।
advertisement
4/6
প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ। অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে চারটি মোটর বাইক, সাতটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ। অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে চারটি মোটর বাইক, সাতটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা।
advertisement
5/6
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে মোট আট জনকে বহরমপুর জেলা আদালতে পাঠানো হবে। বাকি তিনজন মহিলাকে বহরমপুর ওয়ানস্টপ সেন্টারে পাঠানো হবে। এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নওদা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বেআইনি কর্মকাণ্ড কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে মোট আট জনকে বহরমপুর জেলা আদালতে পাঠানো হবে। বাকি তিনজন মহিলাকে বহরমপুর ওয়ানস্টপ সেন্টারে পাঠানো হবে। এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নওদা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বেআইনি কর্মকাণ্ড কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।
advertisement
6/6
অন্যদিকে, মুর্শিদাবাদ থানার পুলিশ চলার পথে নামক একটি বেসরকারি হোটেলে হঠাৎই অভিযান চালিয়ে পুলিশ একজন মহিলা চারজন পুরুষকে গ্রেফতার করল। এই হোটেলে বেশ কিছু দিন ধরেই মধুচক্রের আসর বসতো বলেই পুলিশের দাবি। ধৃত সকলকেই সে আদালতে পাঠানো হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এলাকায় এমন অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। Input- Kaushik Adhikary
অন্যদিকে, মুর্শিদাবাদ থানার পুলিশ চলার পথে নামক একটি বেসরকারি হোটেলে হঠাৎই অভিযান চালিয়ে পুলিশ একজন মহিলা চারজন পুরুষকে গ্রেফতার করল। এই হোটেলে বেশ কিছু দিন ধরেই মধুচক্রের আসর বসতো বলেই পুলিশের দাবি। ধৃত সকলকেই সে আদালতে পাঠানো হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এলাকায় এমন অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। Input- Kaushik Adhikary
advertisement
advertisement
advertisement