লাগাতার বৃষ্টিতে বিচ্ছিন্ন একের পর এক গ্রাম, লাল মাটির বুকে অবাক জলের স্রোত!
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Aniket Bauri
Last Updated:
টানা বৃষ্টির জেরে জলমগ্ন বাঁকুড়ার পাত্রসায়ের নারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাংশ। কয়েকদিন নিম্নচাপের জেরে লাল মাটির জেলা বাঁকুড়া জলমগ্ন
![টানা বৃষ্টির জেরে জলমগ্ন বাঁকুড়ার পাত্রসায়ের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাংশ। গত কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির জেরে লাল মাটির জেলা বাঁকুড়া জলমগ্ন! কখনও মুষলধারে বা কখনও ঝিরঝির বৃষ্টিপাত হচ্ছে সমগ্র জেলা জুড়ে।[ছবি ও তথ্য: অনিকেত বাউরী] টানা বৃষ্টির জেরে জলমগ্ন বাঁকুড়ার পাত্রসায়ের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাংশ। গত কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির জেরে লাল মাটির জেলা বাঁকুড়া জলমগ্ন! কখনও মুষলধারে বা কখনও ঝিরঝির বৃষ্টিপাত হচ্ছে সমগ্র জেলা জুড়ে।[ছবি ও তথ্য: অনিকেত বাউরী]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5400610_img20250823wa0015_watermark_23082025_144043_2.jpg?impolicy=website&width=827&height=620)