Heatwave Alert: চৈত্রের চাঁদিফাটা গরমে হাঁসফাঁস! দমবন্ধকরা উত্তাপে ফুটছে রাস্তাঘাট, নাজেহাল পথচলতি মানুষ, বদলে গিয়েছে জেলার চেহারা, দেখুন ছবি

Last Updated:
Heatwave Alert: রাস্তায় বেরিয়ে সবাই স্বস্তির ঠিকানা খুঁজছেন। তৃষ্ণা মেটাতে চুমুক দিচ্ছেন ঠান্ডা পানীয়ে। তাপমাত্রা বাড়তেই হুহু করে চাহিদা বেড়েছে ছাতুর শরবত, লস্যি, আখের রসের।
1/5
চৈত্র মাসের শেষ পর্যায়ে এসে হু-হু করে বেড়েছে তাপমাত্রা। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের অস্বস্তি। খুব প্রয়োজনে যারা রাস্তায় বের হচ্ছেন, তারা খুঁজছেন স্বস্তির ঠিকানা।
চৈত্র মাসের শেষ পর্যায়ে এসে হু-হু করে বেড়েছে তাপমাত্রা। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের অস্বস্তি। খুব প্রয়োজনে যারা রাস্তায় বের হচ্ছেন, তারা খুঁজছেন স্বস্তির ঠিকানা।
advertisement
2/5
গরমের দাপটে নাজেহাল পশ্চিম বর্ধমান জেলার অধিকাংশ জায়গা। আসানসোল, দুর্গাপুর, পানাগড় - সব জায়গায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বেলা বাড়তেই খালি হয়ে যাচ্ছে রাস্তাঘাট।
গরমের দাপটে নাজেহাল পশ্চিম বর্ধমান জেলার অধিকাংশ জায়গা। আসানসোল, দুর্গাপুর, পানাগড় - সব জায়গায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বেলা বাড়তেই খালি হয়ে যাচ্ছে রাস্তাঘাট।
advertisement
3/5
নিত্যকাজে প্রয়োজনে যারা রাস্তায় বার হচ্ছেন, তারা খুঁজছেন গরম থেকে নিজেদের রক্ষা করার উপায়। চোখে থাকছে রোদ চশমা। রোদ থেকে মুখ, চোখ রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে স্কার্ফ।
নিত্যকাজে প্রয়োজনে যারা রাস্তায় বার হচ্ছেন, তারা খুঁজছেন গরম থেকে নিজেদের রক্ষা করার উপায়। চোখে থাকছে রোদ চশমা। রোদ থেকে মুখ, চোখ রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে স্কার্ফ।
advertisement
4/5
আবার রাস্তায় বেরিয়ে সবাই স্বস্তির ঠিকানা খুঁজছেন। তৃষ্ণা মেটাতে চুমুক দিচ্ছেন ঠান্ডা পানীয়ে। তাপমাত্রা বাড়তেই হুহু করে চাহিদা বেড়েছে ছাতুর শরবত, লস্যি, আখের রসের।
আবার রাস্তায় বেরিয়ে সবাই স্বস্তির ঠিকানা খুঁজছেন। তৃষ্ণা মেটাতে চুমুক দিচ্ছেন ঠান্ডা পানীয়ে। তাপমাত্রা বাড়তেই হুহু করে চাহিদা বেড়েছে ছাতুর শরবত, লস্যি, আখের রসের।
advertisement
5/5
গরম পড়তেই রাস্তাঘাটে দেখা যাচ্ছে আইসক্রিমের লাগামছাড়া চাহিদা। আট থেকে আশি, সকলেই ক্ষণিকের শান্তি পেতে আইসক্রিমে কামড় বসাচ্ছেন। নানা ধরনের আইসক্রিম নিয়ে রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে বিক্রেতাদের।
গরম পড়তেই রাস্তাঘাটে দেখা যাচ্ছে আইসক্রিমের লাগামছাড়া চাহিদা। আট থেকে আশি, সকলেই ক্ষণিকের শান্তি পেতে আইসক্রিমে কামড় বসাচ্ছেন। নানা ধরনের আইসক্রিম নিয়ে রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে বিক্রেতাদের।
advertisement
advertisement
advertisement