ছাত্রদের চুল কাটার বহর দেখে হতবাক, কেশশিল্পীদের সঙ্গে বৈঠকে স্কুলের প্রধান শিক্ষক

Last Updated:
1/5
♦ বহরমপুর: মাথার মাঝের চুল বড়। কিন্তু কানের পাশ দিয়ে এক দম ছোট ছোট হয়ে ঘাড়ের কাছে এসে যখন মিশছে তখন ‘v’ শেপ। দু’পাশ ক্ষুর দিয়ে সাফ করা। কারও আবার মাথার চুলে তিনটি স্তর। কেউ কেউ আবার এমন চুল কাটিয়েছে, দূর থেকে দেখে মনে হবে মাথার উপর দিয়ে সাপ যাচ্ছে। কারও আবার ঘাড়ের কাছে হলুদ, সবুজ রঙ।
♦ বহরমপুর: মাথার মাঝের চুল বড়। কিন্তু কানের পাশ দিয়ে এক দম ছোট ছোট হয়ে ঘাড়ের কাছে এসে যখন মিশছে তখন ‘v’ শেপ। দু’পাশ ক্ষুর দিয়ে সাফ করা। কারও আবার মাথার চুলে তিনটি স্তর। কেউ কেউ আবার এমন চুল কাটিয়েছে, দূর থেকে দেখে মনে হবে মাথার উপর দিয়ে সাপ যাচ্ছে। কারও আবার ঘাড়ের কাছে হলুদ, সবুজ রঙ।
advertisement
2/5
♦ এটা কোনও ফ্যাশন শোয়ে মডেলদের চুলের স্টাইল নয়। মুর্শিদাবাদের নিউ ফারাক্কা হাইস্কুলের ছাত্রদের অনেকেই নাকি আজব আজব ডিজাইনের চুল কেটে স্কুলে আসছিল। গত ১৭ জুলাই এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন মনিরুল ইসলাম। তাঁর চোখে পড়তেই বিষয়টি নিয়ে কোমর বেঁধে নামেন তিনি ৷
♦ এটা কোনও ফ্যাশন শোয়ে মডেলদের চুলের স্টাইল নয়। মুর্শিদাবাদের নিউ ফারাক্কা হাইস্কুলের ছাত্রদের অনেকেই নাকি আজব আজব ডিজাইনের চুল কেটে স্কুলে আসছিল। গত ১৭ জুলাই এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন মনিরুল ইসলাম। তাঁর চোখে পড়তেই বিষয়টি নিয়ে কোমর বেঁধে নামেন তিনি ৷
advertisement
3/5
♦ ছাত্রদের বাহারি চুলের কাট রুখতে কেশশিল্পীদের সঙ্গে বৈঠক করল স্কুল কর্তৃপক্ষ। উপস্থিত থানার আইসি, স্কুল দফতরের আধিকারিকও। ছাত্রদের চরিত্রগঠনের জন‍্য কেশশিল্পীদের সাহায‍্য চাইলেন নিউ ফরাক্কা স্কুলের প্রধান শিক্ষক।
♦ ছাত্রদের বাহারি চুলের কাট রুখতে কেশশিল্পীদের সঙ্গে বৈঠক করল স্কুল কর্তৃপক্ষ। উপস্থিত থানার আইসি, স্কুল দফতরের আধিকারিকও। ছাত্রদের চরিত্রগঠনের জন‍্য কেশশিল্পীদের সাহায‍্য চাইলেন নিউ ফরাক্কা স্কুলের প্রধান শিক্ষক।
advertisement
4/5
 ♦ কারও পছন্দ রোনাল্ডো, তো কারও কোহলি। কারও আবার শাহরুখ, সলমন বা রণবীর। প্রিয় খেলোয়াড় বা নায়কের মতো চুল কাটতে ব‍্যস্ত মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাইস্কুলের পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, চুলের দিকে নজর দিতে গিয়ে পড়াশোনায় মন নেই পড়ুয়াদের। ছাত্রদের সতর্ক করেও লাভ হয়নি । তাই এবার কেশশিল্পীদের সঙ্গেই বৈঠক করল স্কুল কর্তৃপক্ষ।
♦ কারও পছন্দ রোনাল্ডো, তো কারও কোহলি। কারও আবার শাহরুখ, সলমন বা রণবীর। প্রিয় খেলোয়াড় বা নায়কের মতো চুল কাটতে ব‍্যস্ত মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাইস্কুলের পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, চুলের দিকে নজর দিতে গিয়ে পড়াশোনায় মন নেই পড়ুয়াদের। ছাত্রদের সতর্ক করেও লাভ হয়নি । তাই এবার কেশশিল্পীদের সঙ্গেই বৈঠক করল স্কুল কর্তৃপক্ষ।
advertisement
5/5
♦ স্কুলের এই উদ‍্যোগকে স্বাগত জানিয়ে এই বৈঠকে সামিল হন ৩০জন কেশশিল্পী। সমাজ গড়তে ছাত্রদের চরিত্রগঠনের জন‍্য তাঁদের সাহায‍্য চেয়েছেন প্রধানশিক্ষক। শুধু কেশশিল্পী আর শিক্ষকরাই নয়। ছাত্রদের চুলের বাহার রুখতে এই বৈঠকে হাজির ছিলেন ফরাক্কা সার্কেলের স্কুল পরিদর্শক মোস্তাফিজুর রহমান, ফরাক্কা থানার আইসি শঙ্কর ঘোষও। একজোট শিক্ষক, কেশশিল্পী, পুলিশ। কিন্তু তারপরেও কি আটকানো যাবে চুলের বাহার! ছাত্র ও অভিভাবকদের সঙ্গে ফের বৈঠকে বসবে স্কুল কর্তৃপক্ষ।
♦ স্কুলের এই উদ‍্যোগকে স্বাগত জানিয়ে এই বৈঠকে সামিল হন ৩০জন কেশশিল্পী। সমাজ গড়তে ছাত্রদের চরিত্রগঠনের জন‍্য তাঁদের সাহায‍্য চেয়েছেন প্রধানশিক্ষক। শুধু কেশশিল্পী আর শিক্ষকরাই নয়। ছাত্রদের চুলের বাহার রুখতে এই বৈঠকে হাজির ছিলেন ফরাক্কা সার্কেলের স্কুল পরিদর্শক মোস্তাফিজুর রহমান, ফরাক্কা থানার আইসি শঙ্কর ঘোষও। একজোট শিক্ষক, কেশশিল্পী, পুলিশ। কিন্তু তারপরেও কি আটকানো যাবে চুলের বাহার! ছাত্র ও অভিভাবকদের সঙ্গে ফের বৈঠকে বসবে স্কুল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
advertisement