ছাত্রদের চুল কাটার বহর দেখে হতবাক, কেশশিল্পীদের সঙ্গে বৈঠকে স্কুলের প্রধান শিক্ষক
Last Updated:
advertisement
advertisement
advertisement
♦ কারও পছন্দ রোনাল্ডো, তো কারও কোহলি। কারও আবার শাহরুখ, সলমন বা রণবীর। প্রিয় খেলোয়াড় বা নায়কের মতো চুল কাটতে ব্যস্ত মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাইস্কুলের পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, চুলের দিকে নজর দিতে গিয়ে পড়াশোনায় মন নেই পড়ুয়াদের। ছাত্রদের সতর্ক করেও লাভ হয়নি । তাই এবার কেশশিল্পীদের সঙ্গেই বৈঠক করল স্কুল কর্তৃপক্ষ।
advertisement
♦ স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই বৈঠকে সামিল হন ৩০জন কেশশিল্পী। সমাজ গড়তে ছাত্রদের চরিত্রগঠনের জন্য তাঁদের সাহায্য চেয়েছেন প্রধানশিক্ষক। শুধু কেশশিল্পী আর শিক্ষকরাই নয়। ছাত্রদের চুলের বাহার রুখতে এই বৈঠকে হাজির ছিলেন ফরাক্কা সার্কেলের স্কুল পরিদর্শক মোস্তাফিজুর রহমান, ফরাক্কা থানার আইসি শঙ্কর ঘোষও। একজোট শিক্ষক, কেশশিল্পী, পুলিশ। কিন্তু তারপরেও কি আটকানো যাবে চুলের বাহার! ছাত্র ও অভিভাবকদের সঙ্গে ফের বৈঠকে বসবে স্কুল কর্তৃপক্ষ।
