North 24 Parganas News: 'বরফে'র টুকরোয় সাদা বসিরহাটের রাস্তা! সীমান্ত থেকে সুন্দরবন, এক নিমেষে সব কিছু লন্ডভন্ড

Last Updated:
North 24 Parganas News: ফাল্গুনেই মরশুমের প্রথম কালবৈশাখী এল আর সঙ্গে দেখা শিলাবৃষ্টিরও। একদিকে তুমুল শিলাবৃষ্টি, অন্য দিকে ঝড়ের দাপট। কৃষিজমি থেকে শুরু করে কাঁচা বাড়ি গুলিতে বিস্তর ক্ষতির আশঙ্কা। 
1/7
উত্তর ২৪ পরগনা : বরফের টুকরোয় সাদা বসিরহাটের রাস্তা! হঠাৎ শিলাবৃষ্টিতে লন্ডভন্ড সীমান্ত থেকে সুন্দরবন।অন্যান্য দিনের মতোই বুধবার সকালে ছিল ঘন কুয়াশায় ঢাকা। তারপর বেলা বাড়ার সঙ্গে সূর্যের মুখ যেমন দেখা গেল না। এরপরই হঠাৎ হুড়মুড়িয়ে শুরু বৃষ্টি।
উত্তর ২৪ পরগনা : বরফের টুকরোয় সাদা বসিরহাটের রাস্তা! হঠাৎ শিলাবৃষ্টিতে লন্ডভন্ড সীমান্ত থেকে সুন্দরবন।অন্যান্য দিনের মতোই বুধবার সকালে ছিল ঘন কুয়াশায় ঢাকা। তারপর বেলা বাড়ার সঙ্গে সূর্যের মুখ যেমন দেখা গেল না। এরপরই হঠাৎ হুড়মুড়িয়ে শুরু বৃষ্টি।
advertisement
2/7
তবে আদতে একে বৃষ্টি বলা চলে না। এটি তুমুল শিলাবৃষ্টি। তার দাপটে টুপটাপ শব্দ চলছে যেমন, ঠিক তেমনই বাড়ির উঠোন কিংবা রাস্তা যেন বরফের চাঁদোয়ায় ঢেকে গেল। কয়েক মিনিটের শিলা বর্ষণে সাদা হয়ে যায় রাজপথ, দালানের ছাদ, কার্নিশ।
তবে আদতে একে বৃষ্টি বলা চলে না। এটি তুমুল শিলাবৃষ্টি। তার দাপটে টুপটাপ শব্দ চলছে যেমন, ঠিক তেমনই বাড়ির উঠোন কিংবা রাস্তা যেন বরফের চাঁদোয়ায় ঢেকে গেল। কয়েক মিনিটের শিলা বর্ষণে সাদা হয়ে যায় রাজপথ, দালানের ছাদ, কার্নিশ।
advertisement
3/7
বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় জমে জল। যদিও এই বৃষ্টিপাত খুব বেশি সময় স্থায়ী হয়নি। শহর থেকে গ্রাম, এই বৃষ্টির জলে ধুয়ে গেছে ধুলো, কিছু সময়ের জন্য নগরবাসী পাবেন নির্মল বাতাস। তবে কপালে চিন্তার ভাঁজ কৃষক থেকে শুরু করে সুন্দরবন এলাকার মানুষদের।
বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় জমে জল। যদিও এই বৃষ্টিপাত খুব বেশি সময় স্থায়ী হয়নি। শহর থেকে গ্রাম, এই বৃষ্টির জলে ধুয়ে গেছে ধুলো, কিছু সময়ের জন্য নগরবাসী পাবেন নির্মল বাতাস। তবে কপালে চিন্তার ভাঁজ কৃষক থেকে শুরু করে সুন্দরবন এলাকার মানুষদের।
advertisement
4/7
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে বুধবার দুপুর থেকেই এই চিত্র দেখা গেল। যেন ফাল্গুনেই মরশুমের প্রথম কালবৈশাখী এল আর সঙ্গে দেখা শিলাবৃষ্টিরও। একদিকে তুমুল শিলাবৃষ্টি, অপরদিকে ঝড়ের দাপট।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে বুধবার দুপুর থেকেই এই চিত্র দেখা গেল। যেন ফাল্গুনেই মরশুমের প্রথম কালবৈশাখী এল আর সঙ্গে দেখা শিলাবৃষ্টিরও। একদিকে তুমুল শিলাবৃষ্টি, অপরদিকে ঝড়ের দাপট।
advertisement
5/7
কৃষিজমি থেকে শুরু করে কাঁচা বাড়ি গুলিতে বিস্তর ক্ষতির আশঙ্কা। বুধবার দুপুর দুটো থেকে হঠাৎই বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়। সঙ্গে পড়তে থাকে শিল।
কৃষিজমি থেকে শুরু করে কাঁচা বাড়ি গুলিতে বিস্তর ক্ষতির আশঙ্কা। বুধবার দুপুর দুটো থেকে হঠাৎই বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়। সঙ্গে পড়তে থাকে শিল।
advertisement
6/7
কৃষিজমি থেকে শুরু করে কাঁচা বাড়ি গুলিতে বিস্তর ক্ষতির আশঙ্কা। বুধবার দুপুর দুটো থেকে হঠাৎই বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়। সঙ্গে পড়তে থাকে শিল।
কৃষিজমি থেকে শুরু করে কাঁচা বাড়ি গুলিতে বিস্তর ক্ষতির আশঙ্কা। বুধবার দুপুর দুটো থেকে হঠাৎই বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়। সঙ্গে পড়তে থাকে শিল।
advertisement
7/7
হঠাৎ এই শিলাবৃষ্টিতে নগর জীবনে তেমন প্রভাব না পড়লেও চরম ক্ষতির সমস্যায় পড়েছেন কৃষকরা। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ফসলের। ফুলকপি, বাঁধাকপি এবং পটল সহ আমের মুকুলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখছেন কৃষকরা। স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট ২ নম্বর ব্লক এবং হিঙ্গলগঞ্জ-সহ একাধিক জায়গায় বড় বড় শিল পড়েছে। বেশ কিছু বাড়িঘরেরও ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।জুলফিকার মোল্লা
হঠাৎ এই শিলাবৃষ্টিতে নগর জীবনে তেমন প্রভাব না পড়লেও চরম ক্ষতির সমস্যায় পড়েছেন কৃষকরা। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ফসলের। ফুলকপি, বাঁধাকপি এবং পটল সহ আমের মুকুলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখছেন কৃষকরা। স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট ২ নম্বর ব্লক এবং হিঙ্গলগঞ্জ-সহ একাধিক জায়গায় বড় বড় শিল পড়েছে। বেশ কিছু বাড়িঘরেরও ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। জুলফিকার মোল্লা
advertisement
advertisement
advertisement