Digha: দিঘা যখন গোয়া! এবার অর্ধেকেরও কম খরচে ঘুরুন দিঘা! কীভাবে পাবেন ধামাকা সুযোগ? জেনে আজই ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: একটি সংস্থার উদ্যোগে দিঘায় চালু হয়েছে ই-বাইক পরিষেবা। এই ই-বাইক পরিষেবা আগামী দিনে দিঘাকে আমূল বদলে দেবে। সমুদ্র উপভোগ করতে আর গোয়া নয় এবার দিঘা ছুটে আসবে পর্যটকেরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*'গো গ্রিন দিঘা' সংস্থার দায়িত্ব থাকা সুমীত ঘোষ জানান, 'রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘাকে সুস্থ ও সুন্দর রাখতে রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের প্রতিটি মানুষের দায়িত্ব। তাই দিঘাকে গ্রিন রাখতে পর্যটকদের দি.ঘাকে ঘুরে দেখার জন্য 'ই-বাইক রেন্টাল' পরিষেবার ব্যবস্থা চালু করেছি। সংগৃহীত ছবি।
advertisement
*ডিসেম্বর মাস থেকে পরিষেবা পাচ্ছেন পর্যটকেরা। আমরা প্রথমিক ভাবে ৪ ঘণ্টার জন্য ৫০০ টাকা, ৬ ঘন্টার জন্য ৬০০ টাকা খরচ করে ৪০ কিমি ঘুরতে পারবেন। যদি কেউ ৮০ কিমি জায়গা ঘুরতে চান তার জন্য বিশেষ ছাড় দিয়ে ৮ ঘণ্টার জন্য ৭০০ টাকা, ১২ ঘন্টার জন্য ৯০০ টাকা খরচ করতে হবে। পরিষেবা পেতে হলে প্রথমে ১৫০০ টাকা ও যে কোনও একটি পরিচয়পত্র জমা করতে। রাস্তায় কোনও সমস্যায় পড়লে তার পরিষেবা দ্রুত দেওয়া হবে।' সংগৃহীত ছবি।
advertisement
*সংস্থার পক্ষ থেকে জানা যায় একটি বাইকে দু'জন সঙ্গে ছোটো বাচ্চা যেতে পারবে। বর্তমান শুধুমাত্র ওল্ড দিঘায় কাউন্টার খোলা হয়েছে। আগামী দিনে মন্দারমণি, তাজপুর, শংকরপুর-সহ জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রে পরিষেবা চালু করা হবে। পরিষেবা গ্রহন ও বাইক রেন্টাল নেওয়ার পর কিছু সমস্যায় পড়লে যোগাযোগের জন্য ০৩২২০১৪৪৩১ তথবা ৯১২৩৭৮৬০৬৬ নম্বর রয়েছে। এই পরিষেবা চালু হওয়ায় খুশি পর্যটকেরা। সংগৃহীত ছবি।
advertisement