Goddess Kali: রাজা কৃষ্ণচন্দ্রের নির্মাণ, অটুট পাঁঠা বলি, কালীবাড়ির ইতিহাস জানলে শিউরে উঠবেন

Last Updated:
Goddess Kali:  এই মন্দিরের এক মাইলের মধ্যে অন্য কোনও কালীপুজো হয় না। এটাই প্রথা, যা এই মন্দির স্থাপিত হওয়ার পর থেকে চলে আসছে। মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন।
1/6
 ৬০০ বছরের পুরানো বসিরহাটের সংগ্রামপুর কালীবাড়ির ইতিহাস জানুন। প্রাচীন শহর বসিরহাটের গা ঘেঁষে বয়ে চলা ইছামতীর উত্তর পাড়ে গ্রামের নাম সংগ্রামপুর। যা রানা সংগ্রাম সিংহের নামানুসারে রাখা।
 ৬০০ বছরের পুরানো বসিরহাটের সংগ্রামপুর কালীবাড়ির ইতিহাস জানুন। প্রাচীন শহর বসিরহাটের গা ঘেঁষে বয়ে চলা ইছামতীর উত্তর পাড়ে গ্রামের নাম সংগ্রামপুর। যা রানা সংগ্রাম সিংহের নামানুসারে রাখা।
advertisement
2/6
আর এই সংগ্রামপুরে কালীমন্দির মানেই তার সঙ্গে যুক্ত ছ’শো বছরের পুরনো ইতিহাস, ঐতিহ্য আর আড়ম্বর। এখানে আজও অটুট পাঁঠা বলির প্রথা। এই মন্দিরের এক মাইলের মধ্যে অন্য কোনও কালীপুজো হয় না।
আর এই সংগ্রামপুরে কালীমন্দির মানেই তার সঙ্গে যুক্ত ছ’শো বছরের পুরনো ইতিহাস, ঐতিহ্য আর আড়ম্বর। এখানে আজও অটুট পাঁঠা বলির প্রথা। এই মন্দিরের এক মাইলের মধ্যে অন্য কোনও কালীপুজো হয় না।
advertisement
3/6
এটাই প্রথা, যা এই মন্দির স্থাপিত হওয়ার পর থেকে চলে আসছে। মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন। খুব জাগ্রত মা বলেই জানালেন এলাকাবাসীরা। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পরই এই কালী মন্দিরের স্থান। তাই তো হাজার হাজার ভক্ত সমাগম ঘটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।
এটাই প্রথা, যা এই মন্দির স্থাপিত হওয়ার পর থেকে চলে আসছে। মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন। খুব জাগ্রত মা বলেই জানালেন এলাকাবাসীরা। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পরই এই কালী মন্দিরের স্থান। তাই তো হাজার হাজার ভক্ত সমাগম ঘটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।
advertisement
4/6
কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণের জন্য জায়গা দান করেন। এরপর কৃষ্ণচন্দ্র এবং গ্রামবাসীদের উদ্যোগে এই কালী মন্দির স্থাপিত হয়। তবে আজ মন্দিরের যে রূপ, তেমনটা আগে ছিল না।
কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণের জন্য জায়গা দান করেন। এরপর কৃষ্ণচন্দ্র এবং গ্রামবাসীদের উদ্যোগে এই কালী মন্দির স্থাপিত হয়। তবে আজ মন্দিরের যে রূপ, তেমনটা আগে ছিল না।
advertisement
5/6
শুরুতে একটা খড়ের চাল দেওয়া মন্দির ছিল। তারপর ভক্তদের দানে ও মন্দিরের উন্নয়ন কমিটির সৌজন্যে বর্তমানে অসাধারণ রূপ পেয়েছে মন্দির।
শুরুতে একটা খড়ের চাল দেওয়া মন্দির ছিল। তারপর ভক্তদের দানে ও মন্দিরের উন্নয়ন কমিটির সৌজন্যে বর্তমানে অসাধারণ রূপ পেয়েছে মন্দির।
advertisement
6/6
রাজা কৃষ্ণচন্দ্র রায় মন্দির স্থাপিত করার পাশাপাশি এই মন্দিরে পুজো করার জন্য বর্তমান পূজারি চক্রবর্তীদের পূর্বপুরুষদের বঙ্গোপসাগরের কোল থেকে রাজা নিয়ে আসেন এই সংগ্রামপুরে বসবাসের জন্য। কালের নিয়মে এই চক্রবর্তী পরিবারের বিভিন্ন সদস্যই এখানে পুজো করে চলেছেন দশকের পর দশক ধরে।
রাজা কৃষ্ণচন্দ্র রায় মন্দির স্থাপিত করার পাশাপাশি এই মন্দিরে পুজো করার জন্য বর্তমান পূজারি চক্রবর্তীদের পূর্বপুরুষদের বঙ্গোপসাগরের কোল থেকে রাজা নিয়ে আসেন এই সংগ্রামপুরে বসবাসের জন্য। কালের নিয়মে এই চক্রবর্তী পরিবারের বিভিন্ন সদস্যই এখানে পুজো করে চলেছেন দশকের পর দশক ধরে।
advertisement
advertisement
advertisement