পুজোয় কী হবে? স্বস্তি না অস্বস্তি! ঘাটালবাসীদের বড় চিন্তা, পরিস্থিতি যা বলছে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
ধীর গতিতে নামছে জল, ফের আশা, তবে কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে জল কমতে শুরু করেছে। এর ফলে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন ঘাটালবাসী।
নিম্নচাপ ও টানা ভারী বৃষ্টির জেরে আবারও বিপর্যস্ত হয়েছিল ঘাটাল মহকুমা। শিলাবতী নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করে, আর সেই জল উপচে পড়ে ঘাটাল ব্লক ও পৌর এলাকার একাধিক অঞ্চলে। শহরের ভিতরে নানা জায়গায় জল ঢুকে পড়ায় সাধারণ মানুষের চলাফেরায় মারাত্মক সমস্যা তৈরি হয়েছিল। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ঘাটালের বাসিন্দা শেখ রাজিবুল হোসেন বলেন, “এবার একাধিকবার বন্যার কবলে পড়েছি আমরা। বারবার সমস্যায় পড়তে হয়েছে। এখন কিছুটা করে জল কমছে, এতে স্বস্তি পাচ্ছি। তবে আবার যদি বৃষ্টি হয়, নদীর জল বাড়ে, তাহলে আরও চিন্তা বাড়বে।”সব মিলিয়ে, জল কমার ফলে স্বস্তি ফিরে এলেও, নতুন করে বৃষ্টির ভয় কাটেনি ঘাটালবাসীর মন থেকে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
