Ganja: সবাই জানত, বাড়িতে হচ্ছে গাঁদা ফুলের চাষ, কিন্তু বাস্তবে যা চলছিল, পুলিশও অবাক!

Last Updated:
Ganja: খবর পেয়ে সঙ্গে-সঙ্গে পুলিশ সেখানে যায় ও খোঁজ চালায়। কিন্তু বাড়িতে নারায়ণ দাস ছিল না।
1/5
গাঁদা ফুলের নাম করে বাড়িতে নিষিদ্ধ গাঁজা গাছের চাষ! খবর পেয়েই পুলিশি হানা। বাজেয়াপ্ত গাঁজা গাছের ডালপালা সমেত ২৮ কিলো আলামত। তল্লাশি চলছে বাড়ির মালিকের আরও বিভিন্ন জায়গায়। ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার এলাকার গাতী এলাকায়।
গাঁদা ফুলের নাম করে বাড়িতে নিষিদ্ধ গাঁজা গাছের চাষ! খবর পেয়েই পুলিশি হানা। বাজেয়াপ্ত গাঁজা গাছের ডালপালা সমেত ২৮ কিলো আলামত। তল্লাশি চলছে বাড়ির মালিকের আরও বিভিন্ন জায়গায়। ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার এলাকার গাতী এলাকায়।
advertisement
2/5
গতকাল পুলিশের কাছে খবর আসে, জীবনতলা থানার অন্তর্গত গাতী-তে জগন্নাথ ‌গ্রামের নারায়ণ দাস‌ (পিতা-সুজিত দাস) তাঁর বাড়িতে আনুমানিক ১ কাঠা জমির উপর গাঁজার চাষ করছে।
গতকাল পুলিশের কাছে খবর আসে, জীবনতলা থানার অন্তর্গত গাতী-তে জগন্নাথ ‌গ্রামের নারায়ণ দাস‌ (পিতা-সুজিত দাস) তাঁর বাড়িতে আনুমানিক ১ কাঠা জমির উপর গাঁজার চাষ করছে।
advertisement
3/5
সেই খবর পেয়ে সঙ্গে-সঙ্গে পুলিশ সেখানে যায় ও খোঁজ চালায়। কিন্তু বাড়িতে নারায়ণ দাস ছিল না। বাড়ির সামনে উঠোনে তাকাতেই চক্ষু চড়কগাছ। প্রায় এক কাঠা জমিতে চাষ হয়েছে বেআইনি গাঁজা গাছ।
সেই খবর পেয়ে সঙ্গে-সঙ্গে পুলিশ সেখানে যায় ও খোঁজ চালায়। কিন্তু বাড়িতে নারায়ণ দাস ছিল না। বাড়ির সামনে উঠোনে তাকাতেই চক্ষু চড়কগাছ। প্রায় এক কাঠা জমিতে চাষ হয়েছে বেআইনি গাঁজা গাছ।
advertisement
4/5
এরপর আইন অনুযায়ী সমস্ত নিয়ম মেনে ওই গাছগুলোকে কেটে নিয়ে আসা হয় থানাতে।  বাজেয়াপ্ত  গাঁজা গাছের ডালপালা সমেত ২৮ কিলো আলামত।
এরপর আইন অনুযায়ী সমস্ত নিয়ম মেনে ওই গাছগুলোকে কেটে নিয়ে আসা হয় থানাতে। বাজেয়াপ্ত গাঁজা গাছের ডালপালা সমেত ২৮ কিলো আলামত।
advertisement
5/5
গাঁদা ফুলের নাম করে বাড়িতে নিষিদ্ধ গাঁজা গাছের চাষের অভিযোগ। খবর পেয়েই পুলিশি হানা। বাজেয়াপ্ত গাঁজা গাছের ডালপালা সমেত ২৮ কিলো গাঁজা বাজেয়াপ্ত। বাড়ির মালিকের খোঁজে তল্লাশি পুলিশের।
গাঁদা ফুলের নাম করে বাড়িতে নিষিদ্ধ গাঁজা গাছের চাষের অভিযোগ। খবর পেয়েই পুলিশি হানা। বাজেয়াপ্ত গাঁজা গাছের ডালপালা সমেত ২৮ কিলো গাঁজা বাজেয়াপ্ত। বাড়ির মালিকের খোঁজে তল্লাশি পুলিশের।
advertisement
advertisement
advertisement