Gangasagar : গঙ্গাসাগরে সকাল থেকেই মকরস্নান! করোনা আবহে পুণ্যার্থীদের ভিড়, দেখুন ছবিতে

Last Updated:
Gangasagar : করোনা আবহ থাকলেও পুণ্যস্নানে মানুষের ঘাটতি দেখা যায়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় যোগ দেন লক্ষ লক্ষ মানুষ।
1/13
আজ মকরসংক্রান্তি। সকাল থেকেই গঙ্গাসাগরে  (Gangasagar) পুণ্যস্নানে মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন।
আজ মকরসংক্রান্তি। সকাল থেকেই গঙ্গাসাগরে (Gangasagar) পুণ্যস্নানে মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন।
advertisement
2/13
করোনা আবহেই হচ্ছে গঙ্গাসাগর  (Gangasagar)। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই এবছর গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
করোনা আবহেই হচ্ছে গঙ্গাসাগর (Gangasagar)। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই এবছর গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
advertisement
3/13
করোনা আবহ থাকলেও পুণ্যস্নানে মানুষের ঘাটতি দেখা যায়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় যোগ দেন লক্ষ লক্ষ মানুষ।
করোনা আবহ থাকলেও পুণ্যস্নানে মানুষের ঘাটতি দেখা যায়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় যোগ দেন লক্ষ লক্ষ মানুষ।
advertisement
4/13
আদালতের নির্দেশ, ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট ও RTPCR রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই গঙ্গাসাগর মেলায় প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা।
আদালতের নির্দেশ, ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট ও RTPCR রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই গঙ্গাসাগর মেলায় প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা।
advertisement
5/13
সকাল থেকেই সৈকতে ধরা পড়ল মানুষের ঢল। করোনা বিধির তোয়াক্কা না করেই কাতারে কাতারে মানুষের দেখা মিলল গঙ্গাসাগরে।
সকাল থেকেই সৈকতে ধরা পড়ল মানুষের ঢল। করোনা বিধির তোয়াক্কা না করেই কাতারে কাতারে মানুষের দেখা মিলল গঙ্গাসাগরে।
advertisement
6/13
বার বার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিংএ করোনা বিধি নিয়ে সতর্ক করা হচ্ছে পুণ্যার্থীদের। বার বার মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে।
বার বার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিংএ করোনা বিধি নিয়ে সতর্ক করা হচ্ছে পুণ্যার্থীদের। বার বার মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে।
advertisement
7/13
তবে অনেকের মুখেই দেখা মিলল না মাস্কের।  কারও মাস্ক সেই থুতনিতে এসে ঠেকেছে।  মাস্ক না পরার পিছনে রয়েছে বেশ কিছু অজুহাতও।
তবে অনেকের মুখেই দেখা মিলল না মাস্কের। কারও মাস্ক সেই থুতনিতে এসে ঠেকেছে। মাস্ক না পরার পিছনে রয়েছে বেশ কিছু অজুহাতও।
advertisement
8/13
সামাজিক দূরত্ববিধিও লঙ্ঘণ হল গঙ্গাসাগরে। বহু সাধুদের মুখেও দেখা যায়নি মাস্ক।
সামাজিক দূরত্ববিধিও লঙ্ঘণ হল গঙ্গাসাগরে। বহু সাধুদের মুখেও দেখা যায়নি মাস্ক।
advertisement
9/13
তাঁদের একটাই বক্তব্য, এই পুন্যতিথিতে গঙ্গাস্নান (Gangasagar) করলে তবেই মুক্তি মিলবে।
তাঁদের একটাই বক্তব্য, এই পুন্যতিথিতে গঙ্গাস্নান (Gangasagar) করলে তবেই মুক্তি মিলবে।
advertisement
10/13
এই উদ্দেশ্য নিয়েই লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে (Gangasagar)।যার ফলে সকাল থেকে করোনা বিধি সকাল থেকেই প্রায় উধাও।
এই উদ্দেশ্য নিয়েই লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে (Gangasagar)।যার ফলে সকাল থেকে করোনা বিধি সকাল থেকেই প্রায় উধাও।
advertisement
11/13
দেদার মাস্ক খুলে সামাজিক দূরত্বকে তুড়ি মেরে পুণ্যস্নানে মেতেছে মানুষ। বিভিন্ন ভাবে স্যানিটাইজ করার ব্যবস্থা করা হলেও, গঙ্গাসাগরে আসা মানুষ সেদিকে ভ্রুক্ষেপ করছেন না।
দেদার মাস্ক খুলে সামাজিক দূরত্বকে তুড়ি মেরে পুণ্যস্নানে মেতেছে মানুষ। বিভিন্ন ভাবে স্যানিটাইজ করার ব্যবস্থা করা হলেও, গঙ্গাসাগরে আসা মানুষ সেদিকে ভ্রুক্ষেপ করছেন না।
advertisement
12/13
প্রতিবছরই এই গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নানের জন্য অপেক্ষা করে থাকেন পুণ্যার্থীরা। এবার প্রশাসনের পক্ষ থেকে ইস্নানে জোর দেওয়া হচ্ছিল।
প্রতিবছরই এই গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নানের জন্য অপেক্ষা করে থাকেন পুণ্যার্থীরা। এবার প্রশাসনের পক্ষ থেকে ইস্নানে জোর দেওয়া হচ্ছিল।
advertisement
13/13
ইতিমধ্যেই হাইকোর্টের মনোনীত দুই প্রতিনিধি দল এসেছিলেন। তাঁরা এই চিত্র দেখে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন।
ইতিমধ্যেই হাইকোর্টের মনোনীত দুই প্রতিনিধি দল এসেছিলেন। তাঁরা এই চিত্র দেখে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন।
advertisement
advertisement
advertisement