লাগাতার বৃষ্টিতে উত্তাল সমুদ্র, দিঘায় মৎস্যজীবি ও পর্যটকদেরও সমুদ্র যাওয়ায় নিষেধাজ্ঞা

Last Updated:
ষ্টির মধ্যেই যেসব পর্যটক দিঘায় এসেছেন, তারা সমুদ্রে নামতে না পারায় হতাশ।
1/4
একটানা বৃষ্টি, সঙ্গে উত্তাল সমুদ্র! দিঘায় মৎস্যজীবিদের সমুদ্র নামার ব্যাপারে  নিষেধাজ্ঞা জারি রয়েছে। সঙ্গে পর্যটকদেরও সমুদ্র স্নানে না নামতে নিষেধ করে দিঘার প্রতিটি সি-বিচে পুলিশি মাইকিং চলছে।
একটানা বৃষ্টি, সঙ্গে উত্তাল সমুদ্র! দিঘায় মৎস্যজীবিদের সমুদ্র নামার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সঙ্গে পর্যটকদেরও সমুদ্র স্নানে না নামতে নিষেধ করে দিঘার প্রতিটি সি-বিচে পুলিশি মাইকিং চলছে।
advertisement
2/4
এদিকে, বৃষ্টির মধ্যেই যেসব পর্যটক দিঘায় এসেছেন, তারা সমুদ্রে নামতে না পারায় হতাশ।
এদিকে, বৃষ্টির মধ্যেই যেসব পর্যটক দিঘায় এসেছেন, তারা সমুদ্রে নামতে না পারায় হতাশ।
advertisement
3/4
টানা বৃষ্টির জেরে দিঘার রাস্তায় রিক্সার পাশাপাশি টোটো চলাচল প্রায় বন্ধ।
টানা বৃষ্টির জেরে দিঘার রাস্তায় রিক্সার পাশাপাশি টোটো চলাচল প্রায় বন্ধ।
advertisement
4/4
অধিকাংশ দোকানপাটও বন্ধ। এরফলে দিঘায় আসা পর্যটকেরা বেশ সমস্যায় পড়েছেন।
অধিকাংশ দোকানপাটও বন্ধ। এরফলে দিঘায় আসা পর্যটকেরা বেশ সমস্যায় পড়েছেন।
advertisement
advertisement
advertisement