Fish: মাছ তো নয়, 'সোনা'! দিঘায় এবার ধরা পড়ল দুষ্প্রাপ্য 'জীবনদায়ী' এই বিশেষ মাছ! বিক্রি হল লাখ লাখ টাকায়, 'রেট' উঠল কত জানেন? শুনলেই চমকে যাবেন

Last Updated:
টন টন ইলিশ নয়, দিঘা মোহনায়এবার ধরা পড়ল ৮৮টি বহুমূল্যের 'জীবনদায়ী' মাছ। বিক্রি হল লাখ লাখ টাকায়। এই মাছের 'পটকা' বহুমূল্য ওষুধ ও প্রসাধনী তৈরিতে কাজে লাগে। দীপাবলির আগে এমন বিপুল অর্থে মাছ বিক্রি হওয়ায় মৎস্যজীবী মহলে খুশির হাওয়া।
1/6
ভাগ্য কাকে বলে তা বুঝিয়ে দিল দিঘা মোহনা। রবিবার সকালে হঠাৎ করেই এখানে আনা এল ৮৮টি তেলিয়াভোলা মাছ, যার নিলাম মূল্য দাঁড়াল প্রায় ৫৯ লক্ষ টাকায়। পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম সামুদ্রিক মাছের নিলাম কেন্দ্র দিঘা মোহনা। বহুমূল্যের এই মাছ দেখতে ভিড় জমাল পর্যটক ও স্থানীয়রা। প্রকৃতির আশীর্বাদে এক ট্রলারের জালে বহুমূল্যের এত মাছ ওঠায় মৎস্যজীবী মহলে ছড়িয়ে পড়েছে খুশির হাওয়া। (তথ্য ও ছবি: মদন মাইতি)
ভাগ্য কাকে বলে তা বুঝিয়ে দিল দিঘা মোহনা। রবিবার সকালে হঠাৎ করেই এখানে আনা এল ৮৮টি তেলিয়াভোলা মাছ, যার নিলাম মূল্য দাঁড়াল প্রায় ৫৯ লক্ষ টাকায়। পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম সামুদ্রিক মাছের নিলাম কেন্দ্র দিঘা মোহনা। বহুমূল্যের এই মাছ দেখতে ভিড় জমাল পর্যটক ও স্থানীয়রা। প্রকৃতির আশীর্বাদে এক ট্রলারের জালে বহুমূল্যের এত মাছ ওঠায় মৎস্যজীবী মহলে ছড়িয়ে পড়েছে খুশির হাওয়া। (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
2/6
৮৮ টি তেলিয়াভোলার মধ্যে প্রায় ৭ কেজি ওজনের ২১টি তেলিয়াভোলা বিক্রি হয়েছে ২ লক্ষ ৯৬ হাজার টাকায়। ১২ কেজি ওজনের ৩০টি মাছ বিক্রি হয়েছে ৯ লক্ষ ৬৬ হাজার টাকায়। আর সবচেয়ে বড় ২২ কেজি ওজনের ৩৭টি মাছ বিক্রি হয় ৪৬ লক্ষ ৬৮ হাজার টাকায়। সব মিলিয়ে ১.৩২৫ টন ওজনের তেলিয়াভোলা বিক্রি হয় ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা।
৮৮ টি তেলিয়াভোলার মধ্যে প্রায় ৭ কেজি ওজনের ২১টি তেলিয়াভোলা বিক্রি হয়েছে ২ লক্ষ ৯৬ হাজার টাকায়। ১২ কেজি ওজনের ৩০টি মাছ বিক্রি হয়েছে ৯ লক্ষ ৬৬ হাজার টাকায়। আর সবচেয়ে বড় ২২ কেজি ওজনের ৩৭টি মাছ বিক্রি হয় ৪৬ লক্ষ ৬৮ হাজার টাকায়। সব মিলিয়ে ১.৩২৫ টন ওজনের তেলিয়াভোলা বিক্রি হয় ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা।
advertisement
3/6
এই বিপুল পরিমাণ তেলিয়াভোলা মাছ উঠেছে আসিফ খানের ট্রলারে। নিলামের জন্য মাছগুলি আনা হয় দিঘা মোহনার অজিত ঘোড়াইয়ের এ.বি আড়তে। বহু মূল্যের এই মাছ বিক্রি নিলাম দেখতে আড়তের সামনে পর্যটক স্থানীয়দের উপচে পড়ে। অনেকে নিজের চোখে এই মাছ দেখতে ছুটে আসেন। তেলিয়াভোলা মাছের দাম সাধারণত নির্ভর করে এর ওজন ও গুণগত মানের উপর। প্রতিটি মাছের দাম শুনে চমকে যান ক্রেতারাও।
এই বিপুল পরিমাণ তেলিয়াভোলা মাছ উঠেছে আসিফ খানের ট্রলারে। নিলামের জন্য মাছগুলি আনা হয় দিঘা মোহনার অজিত ঘোড়াইয়ের এ.বি আড়তে। বহু মূল্যের এই মাছ বিক্রি নিলাম দেখতে আড়তের সামনে পর্যটক স্থানীয়দের উপচে পড়ে। অনেকে নিজের চোখে এই মাছ দেখতে ছুটে আসেন। তেলিয়াভোলা মাছের দাম সাধারণত নির্ভর করে এর ওজন ও গুণগত মানের উপর। প্রতিটি মাছের দাম শুনে চমকে যান ক্রেতারাও।
advertisement
4/6
টানা দুর্যোগে সমুদ্রে মাছ ধরতে পারেননি মৎস্যজীবীরা। ফলে পুজোর আগে হতাশা নেমেছিল তাদের মনে। কিন্তু আবহাওয়া স্বাভাবিক হতেই আবার জাল ফেলতে বেরোন তারা। আর সেই জালেই উঠে আসে ভাগ্যবদলের মাছ তেলিয়াভোলা। দীপাবলির আগে এমন বিপুল অর্থে মাছ বিক্রি হওয়ায় যেন লক্ষ্মী এলো তাদের ঘরে। পরিবারের মুখে হাসি ফুটেছে, আর মৎস্যজীবীদের মুখে শোনা যাচ্ছে একটাই কথা “এবার দীপাবলি কাটবে হ্যাপি হ্যাপি।”
টানা দুর্যোগে সমুদ্রে মাছ ধরতে পারেননি মৎস্যজীবীরা। ফলে পুজোর আগে হতাশা নেমেছিল তাদের মনে। কিন্তু আবহাওয়া স্বাভাবিক হতেই আবার জাল ফেলতে বেরোন তারা। আর সেই জালেই উঠে আসে ভাগ্যবদলের মাছ তেলিয়াভোলা। দীপাবলির আগে এমন বিপুল অর্থে মাছ বিক্রি হওয়ায় যেন লক্ষ্মী এলো তাদের ঘরে। পরিবারের মুখে হাসি ফুটেছে, আর মৎস্যজীবীদের মুখে শোনা যাচ্ছে একটাই কথা— “এবার দীপাবলি কাটবে হ্যাপি হ্যাপি।”
advertisement
5/6
তেলিয়াভোলা মাছের বিশেষত্ব এর ‘পটকা’ বা বায়ুথলিতে। মৎস্যজীবীরা জানান, গুরুত্বপূর্ণ ওষুধ ও দামি প্রসাধনী তৈরিতে এই অংশটি ব্যবহৃত হয়। মাছের ওজন যত বেশি, পটকার মান তত উন্নত হয়, আর সেই কারণেই দামও আকাশছোঁয়া। এই মাছকে অনেকেই ‘সমুদ্রের সোনামাছ’ বলে থাকেন। কখনও কখনও এক রাতের ভাগ্যে বদলে দেয় এই মাছ।
তেলিয়াভোলা মাছের বিশেষত্ব এর ‘পটকা’ বা বায়ুথলিতে। মৎস্যজীবীরা জানান, গুরুত্বপূর্ণ ওষুধ ও দামি প্রসাধনী তৈরিতে এই অংশটি ব্যবহৃত হয়। মাছের ওজন যত বেশি, পটকার মান তত উন্নত হয়, আর সেই কারণেই দামও আকাশছোঁয়া। এই মাছকে অনেকেই ‘সমুদ্রের সোনামাছ’ বলে থাকেন। কখনও কখনও এক রাতের ভাগ্যে বদলে দেয় এই মাছ।
advertisement
6/6
দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান,
দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, "তেলিয়াভোলা ওঠা অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে। বিশটি জাল ফেললেও কে পাবে তেলিয়াভোলা তা বলা মুশকিল। এই মাছ খুব দামী কারণ এর পটকা থেকে বহুমূল্যের পদার্থ তৈরি হয়।” দিঘা মোহনায় এই বিপুল দামে মাছ বিক্রির খবর ছড়িয়ে পড়তেই আশার আলো দেখছেন অনেক জেলে। সমুদ্রের আশীর্বাদে মৎস্যজীবীদের জীবনে ফিরল পুরনো হাসি হাসি, ফিরল জীবনের গতি।
advertisement
advertisement
advertisement