Fish Buying Tips: রোজ মাছ কিনেও ঠকছেন নিশ্চিত! বাজারে বাজারে যা ঘটে রোজ...! জানলে চোখ কপালে উঠবে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Fish Buying Tips : প্রত্যেক দিনের মত ক্রেতাদের ভিড়ে ঠাসা ছিল মাছ বাজার। হঠাত্ করেই হানা দিতে ক্রেতা সুরক্ষা দফতরের স্পেশ্যাল টিম৷ ওজন মাপার যন্ত্র ও বাটখারা পরীক্ষা করেন। অভিযানে বেশ কিছু মাছ ব্যবসায়ীর ওজন কাঁটায় ও বাটখারায় সমস্যা ধরা পড়ে।
advertisement
*সূত্রের খবর, বালুরঘাট তহবাজার থেকে মাছ কিনে ওজনে কম পাচ্ছেন ক্রেতারা। ওজন বাটখারায় ও মেশিনে কারচুপি করা রয়েছে, এই অভিযোগ মাঝে মধ্যেই আসছিল। এমনকি এই অভিযোগ জেলা শাসকের কাছেও গিয়ে পৌঁছয়। এরপরই জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হল বালুরঘাট তহবাজারের মাছ বাজারে। এদিন মাছ বাজারে অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দফতর-সহ মোট চারটি দফতরের আধিকারিকরা। সংগৃহীত ছবি।
advertisement
*অভিযানে বেশ কিছু মাছ ব্যবসায়ীর ওজন কাঁটায় ও বাটখারায় সমস্যা রয়েছে। তাদের সর্তক ও জরিমানা করা হয়েছে। এমনকি অনেক বিক্রেতারাই বাটখারা বা ওজন মাপার যন্ত্রাংশ সর্বশেষ রিনিউ করিয়েছেন বছর তিনেক আগে৷ অভিযান শেষে একে একে দোকানিদের নোটিস ধরান অফিসারেরা৷ বাজেয়াপ্ত করা হয় অনেক দোকানির যন্ত্রাংশ৷ সংগৃহীত ছবি।
advertisement
advertisement