পুরোহিতের আসনে এবার অন্য কেউ বসবেন! পুজোয় এমন দৃশ্য, যা মনে থাকবে বহুদিন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Female Priest In Durga Puja : দুর্গাপুজোর আগে মহিলা পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বর্ধমানে। রাজ আমলে প্রতিষ্ঠিত টোলে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর পুরোহিতদের প্রশিক্ষণ শিবির।
বর্ধমান : দুর্গাপুজোর আগে মহিলা পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বর্ধমানে। শুধু মহিলা নয়, প্রশিক্ষনে অংশ নিয়েছেন পুরুষরাও। দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে বর্ধমানের নতুনগঞ্জে রাজ আমলে প্রতিষ্ঠিত বিজয় চতুষ্পাঠী টোলে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর পুরোহিতদের প্রশিক্ষণ শিবিরের। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
advertisement
বিজয় চতুষ্পাঠী টোলের সম্পাদক বাসুদেব চক্রবর্তী জানিয়েছেন, এই শিবিরে ১২ জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছেন। সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষক কালীচরন মিশ্র জানিয়েছেন, বোধন থেকে চারদিনের পুজোর পদ্ধতি,করণ কারণ, ন্যাস, মুদ্রাসহ দুর্গাপুজোর সামগ্রিক পদ্ধতি, নিয়ম, মন্ত্রোচ্চারণ সবই শেখানো হচ্ছে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
advertisement
প্রশিক্ষণ নিতে আসা এক মহিলা পুরোহিত সুলেখা দত্ত, এখন যেমন ছেলেরা পুজো করে তেমনি মেয়েরা পুজো না করার কিছু নেই। সবকিছুই করা দরকার। মেয়েরা কোন অংশে কম নয়। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো মোটামুটি সব করা হয়, দুর্গা পুজোতে প্রশিক্ষণ না নিলে হবে না তাই এই প্রশিক্ষণ নেওয়া। এখানে পুজোর সব নিয়মই শেখানো হচ্ছে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)