পুরোহিতের আসনে এবার অন্য কেউ বসবেন! পুজোয় এমন দৃশ্য, যা মনে থাকবে বহুদিন

Last Updated:
Female Priest In Durga Puja : দুর্গাপুজোর আগে মহিলা পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বর্ধমানে। রাজ আমলে প্রতিষ্ঠিত টোলে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর পুরোহিতদের প্রশিক্ষণ শিবির।
1/5
দুর্গাপুজোর আগে মহিলা পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বর্ধমানে,শুধু মহিলা নয় প্রশিক্ষনে অংশ নিয়েছেন পুরুষরাও।দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি,তার আগে বর্ধমানের নতুনগঞ্জে রাজ আমলে প্রতিষ্ঠিত বিজয় চতুষ্পাঠী টোলে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর পুরোহিতদের প্রশিক্ষণ শিবিরের। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
বর্ধমান : দুর্গাপুজোর আগে মহিলা পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বর্ধমানে। শুধু মহিলা নয়, প্রশিক্ষনে অংশ নিয়েছেন পুরুষরাও। দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে বর্ধমানের নতুনগঞ্জে রাজ আমলে প্রতিষ্ঠিত বিজয় চতুষ্পাঠী টোলে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর পুরোহিতদের প্রশিক্ষণ শিবিরের। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পূর্ব বর্ধমান জেলার চতুষ্পাঠী সমূহের পরিচালনায় গত ১ লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষন শিবির।এই প্রশিক্ষন শিবিরে পূর্ব বর্ধমান ছাড়াও বাঁকুড়া, বীরভূম , হুগলি জেলা থেকে মোট ২৫৪ জন প্রশিক্ষন নিচ্ছেন।
সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পূর্ব বর্ধমান জেলার চতুষ্পাঠী সমূহের পরিচালনায় গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে পূর্ব বর্ধমান ছাড়াও বাঁকুড়া, বীরভূম , হুগলি জেলা থেকে মোট ২৫৪ জন প্রশিক্ষণ নিচ্ছেন। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
3/5
বিজয় চতুষ্পাঠী টোলের সম্পাদক বাসুদেব চক্রবর্তী জানিয়েছেন, এই শিবিরে ১২ জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছেন। সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষক কালীচরন মিশ্র জানিয়েছেন, বোধন থেকে চারদিনের পুজোর পদ্ধতি,করণ কারণ, ন্যাস, মুদ্রাসহ দুর্গাপুজোর সামগ্রিক পদ্ধতি, নিয়ম, মন্ত্রোচ্চারণ সবই শেখানো হচ্ছে।
বিজয় চতুষ্পাঠী টোলের সম্পাদক বাসুদেব চক্রবর্তী জানিয়েছেন, এই শিবিরে ১২ জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছেন। সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষক কালীচরন মিশ্র জানিয়েছেন, বোধন থেকে চারদিনের পুজোর পদ্ধতি,করণ কারণ, ন্যাস, মুদ্রাসহ দুর্গাপুজোর সামগ্রিক পদ্ধতি, নিয়ম, মন্ত্রোচ্চারণ সবই শেখানো হচ্ছে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
4/5
পুজোর প্রশিক্ষণ নিতে আসা পুরোহিতরা জানিয়েছেন, প্রশিক্ষণ শিবির থেকে তাঁরা সঠিক পুজো পদ্ধতি, মন্ত্রোচ্চারণ শেখাচ্ছেন এখানকার প্রশিক্ষক পন্ডিতরা।
পুজোর প্রশিক্ষণ নিতে আসা পুরোহিতরা জানিয়েছেন, প্রশিক্ষণ শিবির থেকে তাঁরা সঠিক পুজো পদ্ধতি, মন্ত্রোচ্চারণ শেখাচ্ছেন এখানকার প্রশিক্ষক পন্ডিতরা। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
5/5
প্রশিক্ষণ নিতে আসা এক মহিলা পুরোহিত সুলেখা দত্ত, এখন যেমন ছেলেরা পুজো করে তেমনি মেয়েরা পুজো না করার কিছু নেই। সবকিছুই করা দরকার। মেয়েরা কোন অংশে কম নয়। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো মোটামুটি সব করা হয়, দুর্গা পুজোতে প্রশিক্ষণ না নিলে হবে না তাই এই প্রশিক্ষণ নেওয়া। এখানে পুজোর সব নিয়মই শেখানো হচ্ছে।
প্রশিক্ষণ নিতে আসা এক মহিলা পুরোহিত সুলেখা দত্ত, এখন যেমন ছেলেরা পুজো করে তেমনি মেয়েরা পুজো না করার কিছু নেই। সবকিছুই করা দরকার। মেয়েরা কোন অংশে কম নয়। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো মোটামুটি সব করা হয়, দুর্গা পুজোতে প্রশিক্ষণ না নিলে হবে না তাই এই প্রশিক্ষণ নেওয়া। এখানে পুজোর সব নিয়মই শেখানো হচ্ছে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement